সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হয়েছে: নৌ মন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন- আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার আগে বেনাপোল স্থলবন্দর থেকে মাত্র ২৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে বেনাপোল স্থলবন্দর থেকে ১১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। চট্রগ্রাম বন্দরে রিজার্ভ ছিল মাত্র সাড়ে ৩ হাজার কোটি টাকা। বর্তমানে চট্রগ্রাম বন্দরের রিজার্ভ দাঁড়িয়েছে ১১ হাজার কোটি টাকা। মংলা বন্দরের লোকসান ছিল ১১ কোটি টাকা। আজ সেখানে ৭৫ কোটি টাকা লাভে দাঁড়িয়েছে। বেনাপোল বন্দরকে আরো উন্নত করতে এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে ১৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আওয়ামলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আওয়ামীলীগ সরকার ১২টি গেজেটভুক্ত বন্দর থেকে ২৩ বন্দরকে গেজেটভুক্ত করেছে। ইতিমধ্যে নদী পথে আমদানি বাড়াতে ১৫০০ কিলোমিটার নদী খনন বা ড্রেজিং করা হয়েছে। বাংলাদেশের মাহাথীর মোহাম্মাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান মন্ত্রীর নের্তৃত্বে দেশকে আরো গতিশীল করে স্বল্প উন্নত দেশ হতে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করা হয়েছে। আগামীতে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে নিয়ে যাবে সে লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে।

শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সম্মেলন কক্ষে বেনাপোল স্থলবন্দরের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষে বেনাপোল স্থলবন্দরের গতিশীলতা আনায়নের নিমিত্তে গঠিত উপদেষ্টা কমিটির ৯ম সভায় কমিটির সভাপতি নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এ কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন নৌ পরিবহন সচিব আব্দুস সামাদ, বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, যুগ্ম সচিব হাবিবুর রহামান, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন, খুলনা পুলিশের ডিআইজি মোঃ নাহিদ হোসেন, যশোরের জেলা প্রশাসক মো: আব্দুল আউয়াল, বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, স্থলবন্দরের সদস্য জাহিদুল হক, বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, বিজিবির টুআইসি মেজর নজরুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, যশোর চেম্বার অব কমার্সের প্রশাসক হুসাইন শওকত, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকন, ভারত-বাংলাদেশ ল্যান্ড পোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা– আনোয়ার হোসেন

বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বলেছেন, বাঙ্গালী জাতির হাজার বছরের ইতিহাসে যে সেরা সন্তান এদেশের মানুষকে একটি পরাধীন রাষ্ট্র থেকে মুক্ত করেছে তার নাম হচ্ছে শেখ মুজিব। তৎকালীন পাকিস্থানী হানাদারদের এদেশীয় দোসররা ও বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে তার স্বপরিবারে হত্যা করে ভেবেছিল বাঙ্গালী জাতির কাছে থেকে চিরতরে বঙ্গবন্ধুর নাম মুছে যাবে। কিন্তু তাদের সে ধারনা সফল হয়নি। বাঙ্গালী জাতির বুকে আজও একটি নাম সে হচ্ছে জাতির শ্রেষ্ট সন্তান হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।যার জন্য আমাদের মায়েরা বাবারা আজ গর্বিত। তাই বঙ্গবন্ধু ও তার পরিবারের রক্তের ঋন শোধ কতে হলে আমাদের মানুষ হতে হবে। ভালো কাজ করতে হবে। জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ বার মৃত্যুর মুখোমুখি হয়ে ও দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যান নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।তিনি ১৭ আগষ্ট শুক্রবার বিকালে ঝিকরগাছা উপজেলা শংকরপুর ইউনিয়ন যুবলীগ আয়োজিত স্থানীয় স্কুল মাঠে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাহিদ হাসান পলাশের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান মিন্টু।এসময় অন্যন্যোর মধ্য বক্তব্য রাখেন গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু,নাভারন ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহিম মৃধা, শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রুম্মন কবির,তৌহিদুর রহমান সবুজ, জুলফিকার আলী ভুট্টো,শাহিনুর রহমান ওসি, আলী প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ,যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

বেনাপোলের শিকড়ী মাঠ থেকে ফেন্সিডিল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শুক্রবার (১৭ আগস্ট) সকালে সীমান্তের শিকড়ি একটি মাঠ থেকে এ ফেনসিডিল উদ্ধার করে তারা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে একদল চোরাচালানী মাদক দ্রব্য পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল শিকড়ী দক্ষিণ পশ্চিম মাঠ এলাকায় অবস্থান নেয়। এ সময় ১০-১২জনকে বস্তা মাথায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে বস্তাগুলো উদ্ধার করে তার ভিতর থেকে ৭১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য যশোর ব্যাটালিয়নে জমা করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

শার্শা বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামতলা চ্যাম্পিয়ন

উৎসব মুখর পরিবেশে শুক্রবার বিকালে শার্শার উলাশীর রামপুরে বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শার্শার উলাশী ইউনিয়নের রামপুর সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামতলা ফুটবল একাদশ বকুলিয়া ফুটবল একাদশ কে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে খেলাটি শেষ হয়। বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক।

এ সময় অন্যন্যাদের ম্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বর, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারন সম্পাদক আবু সাইদ, সাংবাদিক শাহারিয়ার হুসাইন, বিশিষ্ট সমাজসেবক হাওয়া বিবি মেম্বর, হাফিজুর মেম্বর, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম তালুকদার,যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফি, ছাত্র নেতা জাকির হোসেন, রাকিব হোসেন, হাদিউজ্জামান, জাহিদ হাসান, সুমন, রনি, রানা ও জনি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী