প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর ‘পাঠ প্রস্তুতি’-৪
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর প্রস্তুতি নিয়ে কলারোয়া নিউজে নতুন সংযোজন ‘পাঠ প্রস্তুতি’।
আজকে ‘প্রাথমিক গণিত অধ্যায়ভিত্তক সংক্ষিপ্ত প্রশ্ন এর চূড়ান্ত সাজেশন তুলে ধরা হলো।
‘পাঠ প্রস্তুতি’ তুলে ধরেছেন কলারোয়ার ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান ‘ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমি’র উপাধ্যক্ষ ইমরান হুসাইন।
#অধ্যায় -০১ গুন
১. প্রশ্ন : এক ব্যক্তির দৈনিক আয় ১৭৫ টাকা। তিনি ১ বছরে কত টাকা আয় করেন?
২. প্রশ্ন : একটি খামারে ৯৯৯৯ টি মুরগি আছে। এরূপ ১০০ টি খামারে কত টি মুরগি আছে?
৩. প্রশ্ন : গুণফল÷ গুণ্য = কি?
৪. প্রশ্ন : ১১০০×২০০= কত?
৫. প্রশ্ন : একটি টেবিলের দাম ৫০০০ টাকা। ৫০০ টি টেবিলের দাম কত?
৬. প্রশ্ন : এমন তিনটি সংখ্যা লিখ যাদের গুণফল ও যোগফল সমান।
৭. প্রশ্ন : ২৩৩×১৭=৩৯৬১ এখানে, গুণ্য কত?
৮. প্রশ্ন : গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?
৯. প্রশ্ন : ৯৯ এবং ৭৫ এর গুণফল কত?
১০. প্রশ্ন : প্রত্যককে ১০০ টাকা করে ১০০ জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে?
#অধ্যায়-২ ভাগ
১. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।
২. প্রশ্ন : (৭-১)÷___=২ এখানে _ ঘরে কত বসবে?
৩. প্রশ্ন : ১০=(১০৯-___)÷১০; এখানে খালি ঘরে কি বসবে?
৪. প্রশ্ন : ৫ টি আমের দাম ৭৫ টাকা হলে ১ টির দাম কত?
৫. প্রশ্ন : দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০ কে করলে গুণফল ১৯৮০০ হবে?
৬. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ।
৭. প্রশ্ন : একটি বই তৈরি করতে ১২০ তা কাগজ লাগে। ৫০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে?
৮. প্রশ্ন : এক কুইন্টাল চালের দাম ৫৬০০ টাকা হলে প্রতি কেজি চালের দাম কত?
৯. প্রশ্ন : ৫৩৯১ ÷ ১০০; এর ভাগ শেষ কত?
১০. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্র কী?
#অধ্যায়-৩ (চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি)
১. প্রশ্ন : ৫ – (৩৬+১৬)÷১৩= কত?
২. প্রশ্ন : ১-{১-(১-১)}= কত?
৩. প্রশ্ন : ৪ টি কলমের মূল্য ৮০ টাকা হলে ১০ টি কলমের মূল্য কত?
৪. প্রশ্ন : রনিকে তার বাবা ২০ টাকার একটি নোট দিলো। সে ১০ টাকা দিয়ে একটি পেন্সিল ও ৫ টাকা দিয়ে একটি রাবার কিনল। এক্ষেত্রে তার গাণিতিক বাক্য টি লিখ।
৫. প্রশ্ন : পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পুত্রের বয়স ১০ বছর হলে, পিতার বয়স কত?
৬. প্রশ্ন : ২ ডজন খাতার দাম ৪৮০ টাকা হলে একটি খাতার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ লেখ।
৭. প্রশ্ন : ১ ডজন পেনসিলের দাম ৪৮ টাকা হলে ৪ টি পেন্সিল এর দাম কত?
৮. প্রশ্ন : দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
৯. প্রশ্ন : মা ও ছেলের বয়সের সমষ্টি ৬০ বছর। মার বয়স ছেলের বয়সের ৪ গুণ। ছেলের বয়স কত হবে?
১০. প্রশ্ন : ৩১ – (৩ ×২) + ২৫ = কত?
#অধ্যায়-৪ (গাণিতিক প্রতীক)
১. প্রশ্ন : (৭×৫)÷৫>৫ উক্তিটি কি সত্য?
২. প্রশ্ন : ৩×ক<২০ খোলা বাক্যটিতে ক এর মান কেমন হতে পারে?
৩. প্রশ্ন : (৭+ক)×৩=৩০ হলে, ‘ক’ এর মান কত?
৪. প্রশ্ন : ৪÷২+৩___১৬÷৪+১, খালি ঘরে কি প্রতীক ব্যবহৃত হবে?
৫. প্রশ্ন : ৮ একটি জোড় সংখ্যা কথাটি সত্য না মিথ্যা উক্তি?
৬. প্রশ্ন : (ক+৬)÷৩=১২ হলে, ক এর মান কত?
৭. প্রশ্ন : ১৫০ কে ৫০ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয়। সমস্যাটি গাণিতিক বাক্যে লেখ।
৮. প্রশ্ন : ৩×ক + ২ = ১৪ হলে ক এর মান কত হবে?
৯. প্রশ্ন : দিয়ার বয়স ১০ বছর। তার বয়সের দ্বিগুণের সাথে কত বছর যোগ করলে, যোগফল ২৪ বছর হবে?
১০. প্রশ্ন : খোলা বাক্য বলতে কী বুঝায়?
#অধ্যায়-৫ (গুণিতক এবং গুণনীয়ক)
১. প্রশ্ন : ৭ ও ৮ এর লসাগু কত?
২. প্রশ্ন : ১ কেন মৌলিক সংখ্যা নয়?
৩. প্রশ্ন : ৪,৬ ও ২৪ এর ল সা গু কত?
৪. প্রশ্ন : কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২,১৮,২৪ কে নিঃশেষে ভাগ করা যায়?
৫. প্রশ্ন : ১২,২৪,৬ এর লসাগু কত ?
৬. প্রশ্ন : ১৫ এর গুণনীয়ক গুলো লিখ?
৭. প্রশ্ন : ৬ টি খাতা ও ৯ টি পেন্সিল সর্বাধিক কত শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
৮. প্রশ্ন : ১৮ এর তিনটি গুনিতক লেখ।
৯. প্রশ্ন : ২, ৩, ৫ ও ৭ এর গ. সা. গু. কত?
১০. প্রশ্ন : ৩৬ কে মৌলিক উৎপাদকে প্রকাশ কর।
#অধ্যায়-৬ ( সাধারণ ভগ্নাংশ)
১. প্রশ্ন : যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে কি বলে?
২. প্রশ্ন : প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি?
৩. প্রশ্ন : ২/৩ এবং ৫/৬ কে লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তর করলে হর কত হবে?
৪. প্রশ্ন : ২৭/৭২ এর লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কি?
৫. প্রশ্ন : ২/৭+১/৩= কত?
৬. প্রশ্ন : ৩/৪ কে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
৭. প্রশ্ন : ১১/১৩ কে ৬ দ্বারা গুণ করলে গুণফল কথা হবে?
৮. প্রশ্ন : ৭/৮ কে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
৯. প্রশ্ন : ১০ এর বিপরীত ভগ্নাংশ কত?
১০. প্রশ্ন : যেকোনো ভগ্নাংশকে একই ভগ্নাংশ দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়?
#অধ্যায়-৭ (দশমিক ভগ্নাংশ)
১. প্রশ্ন : ৪.৮২ কে ০.৪ দ্বারা গুন করলে গুনফল কত হবে?
২. প্রশ্ন : ৪৬.৫÷৩.১= কত?
৩. প্রশ্ন : ০.১৮৪৯ কে ০.৪৩ দ্বারা ভাগ করো?
৪. প্রশ্ন : ২৫.৩৪৬ সংখ্যাটিতে ৪ এর স্থানীয় মান কত?
৫. প্রশ্ন : ০.০৭ কে ৯ দ্বারা গুণ করো?
৬. প্রশ্ন : ০.৯÷৩= কত?
৭. প্রশ্ন : ১ মিটার ফিতার দাম ৫.৩২ টাকা হলে ০.৭৫ মিটার ফিতার দাম কত?
৮. প্রশ্ন : ৯৮.৭÷২১= কত?
৯. প্রশ্ন : ৬.৪৩ ×১০ = কত?
১০. প্রশ্ন : ৩০ কেজি ওজনের কত জন শিক্ষার্থী ১.৫ টনের ১টি গাড়ির সমান ওজন?
#অধ্যায়-৮ (গড়)
১. প্রশ্ন : ৩,১৫,২০,১৪ সংখ্যাগুলোর গড় কত?
২. প্রশ্ন : ৬ বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে, বইগুলোর গড় ওজন কত?
৩. প্রশ্ন : ৪টি আমের ওজন যথাক্রমে ১৫০ গ্রাম,১৭০ গ্রাম,১৭৫ গ্রাম,১৮৫ গ্রাম হলে আম গুলোর গড় ওজন কত?
৪. প্রশ্ন : ৬ সংখ্যার গড় এর অর্ধেক ৪ হলে, সংখ্যা গুলো সমষ্টি কত?
৫. প্রশ্ন : ৩ টি সংখ্যার গড় ১৫ ও ২ টি সংখ্যার গড় ২৫ হলে ওই পাঁচটি সংখ্যার গড় কত?
৬. প্রশ্ন : একাধিক রাশির গড় নির্ণয়ের সূত্রটি লেখ।
৭. প্রশ্ন : ১২, ০, ১৮ এর গড় কত?
৮. প্রশ্ন : তিন পুত্র ও পিতার বয়সের গড় ২৩ বছর হলে, তাদের বয়সের সমষ্টি কত?
৯. প্রশ্ন : অপুর বয়স ২২ বছর এবং দিপুর বয়স ২৪ বছর হলে, তাদের বয়সের গড় কত?
১০. প্রশ্ন : ৫টটি রাশির গড় ৮১ হলে, তাদের সমষ্টি কত?
#অধ্যায়-৯ (শতকরা)
১. প্রশ্ন : ভগ্নাংশের হর কত দিয়ে শতকরা করা হয়?
২. প্রশ্ন : ৬৫% কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
৩. প্রশ্ন : ৩/৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
৪. প্রশ্ন : কত গ্রাম এর ৫৬% হল ৪২ গ্রাম?
৫. প্রশ্ন : শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়?
৬. প্রশ্ন : ক্ষতি নির্ণয়ের সূত্র কি?
৭. প্রশ্ন : একটি বইয়ের ক্রয় মূল্য ১৫০ টাকা এবং বিক্রয় মূল্য ১৮০ টাকা। শতকরা কত লাভ হলো?
৮. প্রশ্ন : ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কি হয়?
৯. প্রশ্ন : ১০০ টাকায় ১ বছরে যে মুনাফা হয় তাকে কি বলে?
১০. প্রশ্ন : ১৬ জন লোক হলো কত জন লোকের ৩২%?
১১. বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখ।
#অধ্যায়–১০ (জ্যামিতি)
১. প্রশ্ন : ত্রিভুজের কর্ণ কয়টি?
২. প্রশ্ন : বৃত্তের কেন্দ্রগামী জ্যা কি?
৩. প্রশ্ন : আয়তের প্রতিটি কোণ কেমন?
৪. প্রশ্ন : ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতি কে কি বলে?
৫. প্রশ্ন : সামান্তরিকের একটি কোণ ৯০° হলে অন্য কোন গুলো কিরূপ হবে?
৬. প্রশ্ন : ব্যাস ব্যাসার্ধের কত গুণ?
৭. প্রশ্ন : তোমার গণিত বইয়ের কর্ণারে কী ধরনের কোণ রয়েছে?
৮. প্রশ্ন : চাঁদা ব্যবহার করে ৬০ ডিগ্রী কোণ আঁক।
৯. প্রশ্ন : একটি বৃত্তের ব্যাসার্ধ ও ব্যাসের মধ্যে সম্পর্ক কী?
১০. প্রশ্ন : একটি সামন্তরিক চিত্রের কখগ কোণ ৬০ ডিগ্রী হলে, তার পাশের কোণ কত ডিগ্রী হবে?
#অধ্যায়-১১ (পরিমাপ)
১. প্রশ্ন : ১০০ গ্রাম= কত হেক্টোগ্রাম?
২. প্রশ্ন : ৯৮৭৬০০ মিলিমিটারে কত লিটার?
৩. প্রশ্ন : সেন্টিমিটার মিটারের কত অংশ?
৪. প্রশ্ন : ৭৬৫৪ কেজিতে কত কুইন্টাল?
৫. প্রশ্ন : ১ কিলোমিটার = কত মিটার?
৬. প্রশ্ন : একটি ত্রিভুজের ভূমি ২ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে ক্ষেত্রফল কত?
৭. প্রশ্ন : একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
৮. প্রশ্ন : একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সেন্টিমিটার হলে, অনুরূপ ২ টি বেঞ্চের মোট দৈর্ঘ্য কত হবে?
৯. প্রশ্ন : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ।
১০. প্রশ্ন : ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা নির্ণয়ের সূত্রটি লিখ?
১১. প্রশ্ন : ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ?
১২. প্রশ্ন : সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ?
#অধ্যায় ১২ (সময়)
১. প্রশ্ন : বৈশাখ মাস কত দিনে হয়?
২. প্রশ্ন : ইংরেজি কতগুলো মাসে ৩১ দিন করে আছে?
৩. প্রশ্ন : এক বছর সমান কত দিন?
৪. প্রশ্ন : ১ যুগ কি?
৫. প্রশ্ন : অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
৬. প্রশ্ন : ৩ যুগে কত বছর?
৭. প্রশ্ন : ১৯৫২ সালটি কোন শতাব্দীর?
৮. প্রশ্ন : এক শতাব্দী কাকে বলে?
৯. প্রশ্ন : আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
১০. প্রশ্ন : ২১:২২ কে ১২ ঘন্টা সময়সূচীতে প্রকাশ কর।
#অধ্যায়-১৩ (উপাত্ত বিন্যাসকরণ)
১. প্রশ্ন : ২,৪,৬,৮,১০ উপাত্তগুলো কিরূপ উপাত্ত?
২. প্রশ্ন : একটি গ্রামের আয়তন ৪ বর্গকিলোমিটার। সে গ্রামে ৪০০০ জন লোক বাস করে। ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন?
৩. প্রশ্ন : ২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
৪. প্রশ্ন : লেখচিত্র কি?
৫. প্রশ্ন : আয়তক্ষেত্রের প্রস্থ বরাবর কি থাকে?
#অধ্যায়-১৪ (ক্যালকুলেটর ও কম্পিউটার)
১. প্রশ্ন : কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়?
২. প্রশ্ন : আধুনিক কম্পিউটারের জনক কে?
৩. প্রশ্ন : কম্পিউটারের মূল অংশ কয়টি?
৪. প্রশ্ন : আধুনিক যুগকে কিসের যুগ বলা হয়?
৫. প্রশ্ন : ক্যালকুলেটর কি?
৬. প্রশ্ন : হিসাবের ফলাফল পেতে কোন বোতাম চাপতে হবে?
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন