প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর ‘পাঠ প্রস্তুতি’-২
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর প্রস্তুতি নিয়ে কলারোয়া নিউজে নতুন সংযোজন ‘পাঠ প্রস্তুতি’।
আজকে গণিত বিষয়ের ‘অধ্যায় তিন ও চার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন’ নিয়ে আলোচনা করা হলো।
‘পাঠ প্রস্তুতি’ তুলে ধরেছেন কলারোয়ার ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান ‘ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমি’র উপাধ্যক্ষ ইমরান হুসাইন।
অধ্যায় তিন :
চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি
প্রশ্ন : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি বলতে কী বোঝায়?
উত্তর : যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কিত সমস্যাবলিকে বুঝায়।
১. প্রশ্ন : ঐকিক নিয়মে প্রথমে কয়টি জিনিসের দাম বের করতে হয়?
উত্তর : ১টি।
২. প্রশ্ন : সরল অংকের সময় চার প্রক্রিয়ার কোনটির কাজ সর্বপ্রথম করতে হবে?
উত্তর : ভাগ।
৩. প্রশ্ন : পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত?
উত্তর : ৯৯৯৯
৪. প্রশ্ন : চার প্রক্রিয়ায় সর্বশেষ কোনটির কাজ করা হয়?
উত্তর : চার প্রক্রিয়ায় সর্বশেষ বিয়োগের কাজ করা হয়।
৫. প্রশ্ন : ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যা কত?
উত্তর : ১০০০০১
৬. প্রশ্ন : চার অংকের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৯ লক্ষ হবে?
উত্তর : ৮৯০০০১
৭. প্রশ্ন : পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
উত্তর : ১
৮. প্রশ্ন : তিন অংকের বৃহত্তম সংখ্যার পরবর্তী সংখ্যার পূর্বের সংখ্যা কত?
উত্তর : ৯৯৯
৯. প্রশ্ন : চার অংকের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ১ লক্ষ হবে?
উত্তর : ৯০০০১
১০. প্রশ্ন : পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে দুই অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত থাকে?
উত্তর : ৯৯৯০
১১. প্রশ্ন : ৩০ ÷ (৩ x ২) x ১০ = কত?
উত্তর : ৫০
১২. প্রশ্ন : (৪২ – ১৫) ÷ ৯ + ২ = কত?
উত্তর : ৫
১৩. প্রশ্ন : (৪২০ ÷ ১৫) – (১৯+৪)এর সরল মান কত?
উত্তর : ৫
১৪. প্রশ্ন : বিয়োজন ৮১৯৫৩৪ এবং বিয়োজ্য ৬৪১৩২০ হলে, বিয়োগফল কত?
উত্তর : ১৭৮২১৪
১৫. প্রশ্ন : কোন সংখ্যার তিনগুণ থেকে ১৫ বিয়োগ করলে ৫৪ হয়?
উত্তর : ২৩
১৬. প্রশ্ন : পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ। পুত্রের বয়স ১৬ বছর হলে, পিতার বয়স কত?
উত্তর : ৬৪ বছর।
১৭. প্রশ্ন : পিতা ও পুত্রের বয়সের পার্থক্য ৩০ বছর পিতার বয়স ১০ বছর পরে ৫০ বছর হলে পুত্রের বয়স কত বছর?
উত্তর : ১০ বছর।
১৮. প্রশ্ন : ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে, ১৫টি ডিমের দাম কত?
উত্তর : ১৩৫ টাকা।
১৯. প্রশ্ন : এক ডজন লেবুর দাম ৬০ টাকা হলে, ৪টি লেবুর দাম কত?
উত্তর : ২০ টাকা।
২০. প্রশ্ন : এক শ’ লিচুর দাম ৩০০ টাকা হলে, ৩৫টি লিচুর দাম কত?
উত্তর : ১০৫ টাকা।
২১. প্রশ্ন : ৪টি কলমের দাম ৮০ টাকা। ১০টি কলমের দাম কত?
উত্তর : ২০০ টাকা।
২২. প্রশ্ন : ১ হালি ডিমের দাম ৩২ টাকা হলে, ৭টি ডিমের দাম কত?
উত্তর : ৫৬ টাকা।
২৩. প্রশ্ন : কন্যার বয়সের ৫ গুণ ৮০ হলে, কন্যার বয়স কত?
উত্তর : ১৬ বছর।
২৪. প্রশ্ন : ৫ জনের জন্য ৫০০ গ্রাম চাল প্রয়োজন হলে, ১৫ জনের জন্য কত কেজি চাল লাগবে?
উত্তর : ১. ৫ কেজি।
২৫. প্রশ্ন : ৫টি কলমের দাম ৮৫ টাকা হলে, ৮টি কলমের দাম কত?
উত্তর : ১৩৬ টাকা।
২৬. প্রশ্ন : ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে, ১ হালি কলার দাম কত?
উত্তর : ৫০ টাকা।
২৭. প্রশ্ন : মাতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। মাতা বয়স ৬৫ বছর হলে, পুত্রের বয়স কত?
উত্তর : ১৩ বছর।
২৮. প্রশ্ন : দিয়ার বয়স ১০ বছর। তার বয়সের দ্বিগুণের সাথে কত বছর যোগ করলে যোগফল ২৪ বছর হবে?
উত্তর : ৪ যোগ করলে।
২৯. প্রশ্ন : ৪টি কলমের দাম ৮০ টাকা। ১০টি কলমের দাম কত?
উত্তর : ২০০ টাকা।
৩০. প্রশ্ন : মিনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধা ঘণ্টায় সে কত মিটার হাঁটতে পারবে?
উত্তর : মিনা আধা ঘণ্টায় ১৫০০ মি. হাঁটে।
৩১. প্রশ্ন : একটি আপেলের দাম ১২ টাকা হলে, ১ ডজন আপেলের দাম কত?
উত্তর : ১৪৪ টাকা।
৩২. প্রশ্ন : আয়েশা ৬৪ টাকা দিয়ে ১৬টি পেনসিল কিনল। ২৪টি পেনসিল কেনার জন্য সে কত টাকা দেবে?
উত্তর : ৯৬ টাকা।
৩৩. প্রশ্ন : দুই পুত্র ও মাতার বয়সের যোগফল ৫৫ বছর। পাঁচ বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে?
উত্তর : ৭০
৩৪. প্রশ্ন : জালাল সাহেব এক মাসে যদি ২৫০০ টাকা সঞ্চয় করেন, তবে ১ বছরে কত টাকা সঞ্চয় করবেন?
উত্তর : ৩০০০০ টাকা।
৩৫. প্রশ্ন : ৩ হালি কলার দাম ১০ টাকা। ১টি কলার দাম কত?
উত্তর : ৫ টাকা।
৩৬. প্রশ্ন : ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে, ১টি পেনসিলের দাম কত?
উত্তর : ৪ টাকা।
৩৭. প্রশ্ন : একটি দোকানে ৩০টি সাইকেল আছে। প্রতিটি সাইকেলের মূল্য ৫৫০০ টাকা হলে, সবগুলো সাইকেলের মূল্য কত টাকা?
উত্তর : ১৬৫০০০ টাকা।
৩৮. প্রশ্ন : পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে, পিতার বয়স কত?
উত্তর : ৬০ বছর।
৩৯. প্রশ্ন : ৮টি পেনসিলের দাম ২৪ টাকা। এর দ্বিগুণ সংখ্যক পেনসিল ক্রয় করতে কত টাকা লাগবে?
উত্তর : ৪৮ টাকা।
৪০. প্রশ্ন : এক হালি ডিমের দাম ৩০ টাকা। ৯৬ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে?
উত্তর : ১২টি।
৪১. প্রশ্ন : পিতার বয়স ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ হলে, পুত্রের বয়স কত?
উত্তর : ১৬ বছর।
৪২. প্রশ্ন : এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা হলে, ১ সপ্তাহে আয় কত?
উত্তর : ১৫১২ টাকা।
৪৩. প্রশ্ন : ৮টি পেনসিলের দাম ৬৪ টাকা। পেনসিলের সংখ্যা ৩ গুণ বেশি হলে তার মূল্য কত টাকা হবে?
উত্তর : ২৫৬ টাকা।
অধ্যায় চার :
গাণিতিক প্রতীক
১.প্রশ্ন : সংখ্যা প্রতীক কয়টি?
উত্তর : সংখ্যা প্রতীক দশটি।
২.প্রশ্ন : অক্ষর প্রতীক কাকে বলে?
উত্তর : অজানা সংখ্যা নির্দেশ করতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে।
৩.প্রশ্ন : খোলা বাক্য বলতে কী বুঝায়?
উত্তর : যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন তাকে খোলা বাক্য বলে।
৪.প্রশ্ন : গাণিতিক বাক্যের অপর নাম কী?
উত্তর : বন্ধ বাক্য।
৫.প্রশ্ন : অক্ষর প্রতীক কখন ব্যবহার করা হয়?
উত্তর : অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করতে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়।
৬.প্রশ্ন : অজানা সংখ্যা নির্দেশ করতে কী ব্যবহার করা হয়?
উত্তর : অক্ষর প্রতীক।
৭.প্রশ্ন : সাধারণ সরল অঙ্কে বন্ধনীর আগে যেখানে কোনো চিহ্ন থাকে না সেখানে কী করতে হবে?
উত্তর : x (গুণ)।
৮.প্রশ্ন : কোনো বাক্য সত্য না মিথ্যা তা কিভাবে নির্ণয় করা যায়?
উত্তর : বন্ধ বাক্য।
৯.প্রশ্ন : বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীকসংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?
উত্তর : খোলা বাক্য।
১০.প্রশ্ন : একই জাতীয় সংখ্যাকে আলাদা করে বুঝানোর জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়?
উত্তর : বন্ধনী প্রতীক।
১১.প্রশ্ন : ছোট অথবা সমান বুঝানোর জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়?
উত্তর : £
১২.প্রশ্ন : খোলা বাক্য গঠনের জন্য কোন প্রতীক দ্বারা অজানা সংখ্যা নির্দেশ করা হয়?
উত্তর : অক্ষর প্রতীক।
১৩.প্রশ্ন : গাণিতিক বাক্যে বন্ধনী না থাকলে কোন প্রক্রিয়ার কাজটি প্রথমে করতে হয়?
উত্তর : এর।
১৪.প্রশ্ন : ‘=’ এটা কোন ধরনের প্রতীক?
উত্তর : সম্পর্ক প্রতীক।
১৫.প্রশ্ন : ‘<’ কোন ধরনের প্রতীক?
উত্তর : সম্পর্ক প্রতীক।
১৬.প্রশ্ন : ৩ x ক+২ = ১৪ হলে, ‘ক’ এর মান কত?
উত্তর : ৪
পরবর্তী প্রকাশনায় থাকবে গণিত পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বাংলার বিপরীত শব্দ ও সমার্থক শব্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন