মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

প্রাণবন্ত ফুটবল, দুর্দান্ত জয়

মনিকা চাকমাকে সামলাতেই ঘাম ঝরল নেপালি ডিফেন্ডারদের। এ প্লে-মেকারের সামনে— আক্রমণভাগে তহুরা খাতুন ও অনুচিং মগিনি মিলে ছত্রভঙ্গ করে দিলেন প্রতিপক্ষের প্রতিরোধ প্রচেষ্টা। তিন কিশোরীর রসায়নে ৬-০ গোলের জয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ছয় গোলের তিনটি করেছেন তহুরা। মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলে দুটি হ্যাটট্রিক হয়ে গেল তার। প্রথমটি গত বছর করা। তাজিকিস্তানে এএফসি আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে একাই তিন গোল করেছিলেন তহুরা।

তহুরার দ্বিতীয় হ্যাটট্রিক পাওয়া ম্যাচে জোড়া গোল করেছেন মগিনি, আরেক গোল মনিকার। ম্যাচের যা চিত্র ছিল, তাতে স্কোরলাইন ১২-০ হলেও অবাক হওয়ার কিছু ছিল না। হয়নি গোল মিসের কারণে। এ নিয়ে আক্ষেপও ঝরল তহুরার কণ্ঠে, ‘আমরা প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে আরো বেশি গোল হতে পারত।’

গোল মিসের অংশটা বাদ দিলে গোটা ম্যাচে স্বাগতিকরা ছিল নিখুঁত— পাসিং, ড্রিবলিং, ওয়ান-টু পাস খেলায় পারস্পরিক সমন্বয়ে পরিপূর্ণ ফুটবল খেলল কিশোরীরা। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগ— কোনো বিভাগেই মাথা তুলে দাঁড়াতে পারেনি নেপাল। ম্যাচের প্রথম মিনিট থেকেই প্রবল আক্রমণ সামলাতে রক্ষণাত্মক কৌশল নিল অতিথি দল। গোটা ম্যাচে হাতেগোনা দু-একবার বাংলাদেশ রক্ষণে আসতে পারল নেপাল দল।

‘বাংলাদেশ দলের খেলোয়াড়রা শারীরিক ও কৌশলগত দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। ম্যাচের যা গতি-প্রকৃতি, তাতে ০-৬ গোলে হারে আমি অবাক হইনি’— এক বাক্যে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন নেপাল কোচ গঙ্গা গুরুং।

চতুর্থ মিনিটে শামসুন্নাহারের শট রুখে দেন নেপাল গোলরক্ষক কারিনা। ৩ মিনিট বাদে মার্জিয়ার শট ফিরে আসে ক্রসবারে লেগে। দুটি সম্ভাবনা বিফলে যাওয়ার পর আক্রমণাত্মক ফুটবলের সুফল পেতেও সময় লাগেনি— ১১ মিনিটে মনিকার শট এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে যায় (১-০)। ৩ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ হয়। মার্জিয়ার কর্নারে পাওয়া বলে সাইডভলিতে লক্ষ্যভেদ করেন মগিনি (২-০)। তহুরা অ্যাকশনে আসেন ৩২ মিনিটে। একক প্রচেষ্টায় বল নিয়ে কারিনার ডান দিক দিয়ে জালে জড়ান তিনি (৩-০)। বিরতির আগেই তহুরার পাস ধরে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-০ করেন মগিনি।

৪ গোলের স্বস্তির কারণেই হয়তো বিরতির পর খানিক মন্থর হলো বাংলাদেশের খেলা। গতি কিছুটা কমলেও স্বাগতিকদের সামাল দিতে পারেনি নেপাল দল। প্রথমার্ধের মতো এ অর্ধেও দাপটের সঙ্গেই খেলেছে লাল-সবুজরা।

৫৭ মিনিটে মনিকার শট ঝাঁপিয়ে রুখে দেন কারিনা। ২ মিনিট পর মগিনির শট এক ডিফেন্ডার ফিরিয়ে দেন। ফিরতি প্রচেষ্টায় গোল করে স্বাগতিকদের ৫-০ গোলে এগিয়ে নেন তহুরা। ৭২ মিনিটে মগিনির বাড়ানো বল ধরে হ্যাটট্রিক পূর্ণ করেন কলসিন্দুরের মেয়ে তহুরা (৬-০)।

ম্যাচ শেষে শিষ্যদের গোল মিসের বিষয়টি উল্লেখ করলেও তাতে হতাশ নন বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন, ‘এ প্রতিযোগিতার আগে আমরা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাইনি। নিজেদের মধ্যে ম্যাচ খেলেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করেছি। এ অবস্থায় প্রথম ম্যাচটা একটু অগোছালো হতেই পারে। এ নিয়ে আমরা উদ্বিগ্ন নই।’

চার জাতির সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভুটানের বিপক্ষে। গতকাল ভারতের কাছে ০-৩ গোলে হেরে মিশন শুরু হয়েছে দেশটির। শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। লিগ ভিত্তিতে খেলার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দেশ ফাইনালে মুখোমুখি হবে। বড় জয়ে ফাইনালের পথ প্রশস্ত করে নিয়েছে বাংলাদেশ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!