প্রতি বছরের ন্যায় কলারোয়ার কয়লায় বৈশাখী মেলা অনুষ্ঠিত
প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হলো কলারোয়ার ঐতিহ্যবাহী কয়লা বৈশাখী মেলা। মেলা উপলক্ষে সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জমে উঠেছিল হাজার হাজার মানুষের মিলন মেলা।
কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান- এ মেলার উৎপত্তি হয়েছিল কবে থেকে তা কেউ সঠিকভাবে বলতে পারে না। তবে মেলাটি প্রাচীন মুঘল আমল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বলে ধারনা করা হয়। মেলাটি আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্য বহন করে আসছে দীর্ঘ দিন ধরে। প্রতিবছর বাংলা পহেলা বৈশাখে মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তবে পহেলা বৈশাখে দেশের বিভিন্ন স্থানে মেলা হয়ে থাকে বলে পহেলা বৈশাখের পরিবতে ২ বৈশাখে অনুষ্ঠিত হয়ে থাকে।
মেলা উপলক্ষে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছিলেন দোকানীরা। বিশেষ করে মহিলাদের কসমেটিক্স,হাতের কারুকাজ করা মাটির হাড়ি পাতিল, খেলনা,গৃহস্থলী সামগ্রী, কাঠের তৈরী নানা ধরনের তৈজসপত্র,তালের পাতা দিয়ে তৈরী হাত পাখা,নাগরদোলা,চরকী সহ নানা ধরনের খাবারের দোকানে ছিল মাঠ ভরা। মেলায় ছিল উপছে পড়া ভিড়।
দোকানীরা জানান- আবহাওয়া অনুকূলে থাকায় তাদের বেচাঁকেনা বেশ ভাল। ব্যস্ত সময় পার করতে হচ্ছে পণ্য বিক্রির কাজে। তবে সবকিছু ছাড়িয়ে মেলার সবার নজর কেড়েছিল হরেক রকম মাছ। মেলা উপলক্ষে এলাকার মৎসচাষীরা তাদের উৎপাদিত হরেক রকম মাছের পশরা সাজিয়ে বসেন এখানে। মাছের বাজার মেলার সৌন্দার্যকে আরো বহুগুনে বাড়িয়ে দেয়। ক্রেতারা জানান, মাছের দাম অন্যান্য হাট বাজার থেকে অনেক কম। আর সে কারনে প্রচুর মাছ বিক্রি হতে দেখা যায় এ মেলায়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- মেলার আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সে জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের একটি দল সার্বক্ষনিক মেলাটি পর্যবেক্ষন করছে।
মেলাটি প্রশাসন থেকে মাত্র ১ দিনের জন্য অনুমতি দেয়া হয়। এটি প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হওয়ার কারনে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের ঢল নামে এ মেলায়। এক দিনের জন্য মেলায় এসে তাদের আশা আকাঙ্খা অপূর্ণ থেকে যায়। আর সে কারনে ভবিষ্যতে মেলাটি ৩ অথবা ৫ দিনের জন্য অনুমতি দেওয়ার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের নিকট এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন