শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

পিত্তথলিতে পাথর নিয়ে হাসপাতালে রোগী, উধাও হল কিডনি!

নাটোরে জনসেবা নামে বেসরকারি একটি ক্লিনিকে অপারেশনের পর রোগীর একটি কিডনি গায়েব করার অভিযোগে এক চিকিৎসককে আটক করা হয়েছে। পিত্তথলিতে পাথর নিয়ে হাসপাতালে ভর্তি হবার পর অপারেশন করা হয় তার। পরে অসুস্থ হয়ে পড়লে জানা যায় তার শরীরের ডানপাশের কিডনিটা নেই।

এ ঘটনায় শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকার ক্লিনিকটি থেকে চিকিৎসক এম এ হান্নানকে আটক করা হয়। হাসপাতালের পরিচালক ও স্টাফরা পলাতক রয়েছে।

আটক চিকিৎসক এম এ হান্নান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী সার্জন। তিনি নাটোরের জনসেবা ক্লিনিকে খণ্ডকালীন চাকরি করেন।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, প্রায় দেড় বছর আগে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম গ্রামের ফজলু বিশ্বাসের স্ত্রী আসমা বেগম পেটের ব্যথায় জনসেবা হাসপাতালে ভর্তি হন। তার পিত্তথলিতে পাথরের কথা বলে অপারেশন করতে হবে বলে জানায় হাসপাতালের চিকিৎসক। এর প্রায় এক মাস পর রোগীর অপারেশন করানো হয়।

অপারেশনের পর রোগী আরো অসুস্থ হয়ে পরলে পুনরায় রোগীর পরীক্ষা ওই হাসপাতালেই করানো হয়। সেখান থেকে তারা জানতে পারে রোগীর শরীরের ডান পাশের কিডনিটি নেই। এর পর থেকে রোগীর স্বজনরা বিভিন্ন হাসপাতালে রোগীর পরীক্ষা করে জানতে পারেন তার শরীরের একটি কিডনি নেই।

বিষয়টি জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা টাল-বাহানা করতে থাকে। এরই জের ধরে শুক্রবার দুপুরে রোগীর স্বজনরা হাসপাতালে গেলে হাসপাতালের পরিচালকসহ বেশ কয়েকজন স্টাফ সটকে পড়েন। পরে রোগীর স্বজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের চিকিৎসক এম এ হান্নানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে।

এ বিষয়ে আটক হাসপাতালের খণ্ডকালীন চিকিৎসক এম এ হান্নান বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে তেমন অবগত নই। তাছাড়া রোগী আমার তত্ত্বাবধানে চিকিৎসা নেয়নি। রোগী যাদের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছে সেটা তাদের কোনো কাজ হতে পারে।’

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী