‘পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের এগিয়ে নিতে সরকার কাজ করছে’ : লুৎফুল্লাহ এমপি
“আদিবাসী জাতিসমুহের দেশান্তর, প্রতিরোধে সংগ্রাম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংস্কৃতি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের অদূরে বেসরকারী উন্নয়ন সংস্থা রিশিল্পী কনফারেন্স রুমে উক্ত আলোচনাসভা ও সংস্কৃতি প্রদর্শন অনুষ্ঠিত হয়।
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় তিনি বলেন, ‘আদিবাসীরা সমাজের একটি অংশ। তাই জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের এগিয়ে নিয়ে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, নগরঘাটা ইউপি চেয়াম্যান কামরুজ্জামান লিপু, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন, যীশুনাম আশ্রমের পরিচালক ফাদার লুইজি পাজ্জি এস.এক্স প্রমুখ।
অনুষ্ঠানে মুল প্রতিবেদন পাঠ করেন সুন্দরবন আদিবাসী বর্তমান অবস্থা ও মানাবধিকার পরিস্থিতি প্রসঙ্গে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সভানেত্রী মিনতি মুন্ডা।
আলোচনা সভাশেষে সেখানে মুন্ডা সম্প্রদায়ের সংস্কৃতি অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাম প্রসাদ মুন্ডা।
এর আগে সকালে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ র্যালির উদ্বোধন করেন স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান।
আন্তর্জাতিক আদিবাসী দিবস প্রতিবছর ৯ আগস্ট পালন করা একটি আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি।
বিভিন্ন দেশের ক্ষুদ্র জাতিগোষ্টী ও আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার গুরুত্ব নিয়েই পালন করা হয় এই আন্তর্জাতিক দিবসটি।
শ্যামনগরে আদিবাসী দিবস উদযাপন
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে সাতক্ষীরার শ্যামনগরে আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান দোলন, বিডিনিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম নাজমুল হক প্রমুখ।
প্রারম্ভিক বক্তব্য রাখেন আদিবাসী সংগঠনের নেতা তারাপদ মুন্ডা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রিলিফ ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার দীপংকর সাহা দিপু।
উপস্থিত ছিলেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সাবেক ছাত্রনেতা সুশান্ত বিশ্বাস বাবুলাল, সুন্দরবন গবেষক পিযুষ বাউলিয়া পিন্টু, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।
ভূমি কমিশন আইন প্রণয়ন, সমতলের জন্য ভূমি কমিশন গঠন, যথাযোগ্য মর্যাদায় সমতলের জন্য আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন, আদিবাসী অধিকার আইন প্রণয়ন ও আইএলও কনভেনশন ১০৭ ও ১৬৯ বাস্তবায়নের জন্য আলোচনা সভা থেকে দাবি তোলা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন