মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

পাটকেলঘাটায় জাসদের জাতীয় নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে নেতৃবৃন্দ।

সোমবার বিকাল ৫টায় পাটকেলঘাটার বলফিল্ড মোড়স্থ জাসদ কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তহবিল সংগ্রহ কার্যক্রমের শুভ সুচনা করেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসদ মনোনীত ও ১৪ দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলূ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা জাসদের সহ সভাপতি শেখ জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন জাসদ সভাপতি মোক্তার আলী, সাধারণ সম্পাদক আবু মুছা, ধানদিয়া ইউনিয়ন জাসদ সহ সভাপতি ডাঃ প্রশান্ত দাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নগরঘাটা ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আশরাফূল, কুমিরা ইউনিয়ন জাসদ সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন জাসদ সভাপতি শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সহ উপজেলার ১২ ইউনিয়ন থেকে আগত জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাসদের নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে কাজী রিয়াজ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৪ দলের জন্য তথা জাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালা-কলারোয়া জাসদের উদ্যোগে বাস্তবধর্মী তহবিল সংগ্রহের উদ্যোগকে স্বাগত জানাই। নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য তালা ও কলারোয়ার ২৪ টি ইউনিয়নের নেতাকর্মীকে এই কার্যক্রমে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনগকে সম্পৃক্ত করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তহবিল সগ্রহের কাজ সম্পন্ন করতে আহবান জানান।

পাটকেলঘাটা কলেজের অধ্যাপক আ. সোবহানের মাতার ইন্তেকাল

পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আব্দুস সোবহানের মাতা রহিমা বেগম (৭৬) বৃহস্পতিবার ভোর ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ছেলে ও ৩কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্রে জানা যায় গত শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে ইসলামকাটী ইউনিয়নে উথালি গ্রামে নিজ গৃহ স্ট্রোক করলে পরিবারের সদস্যরা প্রথমে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশংকাজনক থাকায় কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে প্রেরণ করে। ৬দিন পর অবশেষে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে বৃহস্পতিবার ভোর ৫.৩০ মিনিটে না ফেরার দেশে চলে যান।
বৃহস্পতিবার যোহর নামাজবাদ নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমা রহিমা বেগম কে দাফন করা হয়।
জানাযা নামাজের ইমামতি করেন কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মুফতি বোরহান উদ্দীন।
অধ্যাপক আব্দুস সোবহানের মাতা রহিমা বেগমের মৃত্যুতে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ গভীরভাবে শোকাহত।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক, অধ্যাপক হাবিবুর রহমান, ফকির আহমদ শাহ, আ. গফুর, আ. গফফার, গাজী সুজায়েত আলী, ইদ্রিস আলী, আরশাদ আলী, রকিব মাহমুদ, সরদার নুরুল ইসলাম, নাজমুল হক, রহিমা খাতুন, প্রদর্শক আক্তারুজ্জামান, মফিজুর রহমান, হায়দার আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা