মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিভিন্ন স্থানে গণসংযোগ

নৌকা বিজয়ের লক্ষ্যে কলারোয়ার বালিয়াডাঙ্গায় সমাবেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী এড.মুস্তফা লুৎফুল্লাহকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে পথসভা, জনসমাবেশ, গণসংযোগ ও নৌকা প্রতীক উত্তোলন করা হয়েছে।

বুধবার (১৯ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বালিয়াডাঙ্গা বাজারে সুদৃশ্য নৌকা প্রতীক উত্তোলন ও নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেন আ.লীগ নেতৃবৃন্দ।

কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগ আয়োজিত সমাবেশে যুবলীগের আহ্বায়ক সেলিম রেজার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।

বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার সিডনি আওয়ামী লীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন লাল্টু, কলারোয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহ্বাজ আরাফাত হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাছুমুজ্জামান মাসুম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ.সভাপতি বেনজির হোসেন হেলাল।

সমাবেশে উপজেলা যুবলীগ সেক্রেটারি আসাদুজ্জামান তুহিন, কলারোয়া রিপোর্টার’স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা আওয়ামীলীগের শ্রম-বিষয়ক সম্পাদক এনায়েত খান টুনটু, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মারুফ হোসেন, শেখ মো.আলকামুন, ইউপি সদস্য ইয়ার আলী, ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহমেদ স্বপন বলেন- ‘এটি একটি গুরুত্বপূর্ণ সময়। এ নির্বাচন জাতির বাঁচা-মরার লড়াই। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। নৌকা শুধু আওয়ামী লীগের প্রতীক নয়, নৌকা এখন জাতীয় গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রশাসনকে উন্নত করেছে। শেখ হাসিনা আজ সবার প্রত্যাশায় পরিণত হয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে এসএম আলতাফ হোসেন লাল্টু বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে সম্মানিত হন, তখন গর্বে আমাদের বুক ভরে যায়। প্রত্যাশা করি আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করবে।সবসময় আপনাদের সাথে থাকবো তার অঙ্গীকার করছি।’

সবশেষে একটি বিশাল নৌকা বালিয়াডাঙ্গা বাজারের মেইন রোডের উপর উত্তোলন করা হয়।

এদিকে, উপজেলার বেলতলা, ব্রজবাকসা বাজার, গাড়াখালীতে গনসংযোগ করেন ফিরোজ আহম্মেদ স্বপন। সেসময় কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম জামাই সিরাজ, শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা