বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নির্বাচনে ইভিএমের ব্যবহারে নানাবিধ সুবিধা রয়েছে : শামসুল হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নির্বাচনী ব্যয়হ্রাস, কম সময়ে ভোটগ্রহণ, ভোট নষ্ট হওয়ার ঝুঁকিহ্রাসের মতো নানাবিধ সুবিধা রয়েছে। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের আস্থার সংকট দূর করতে এ বিষয়ে পর্যাপ্ত ধারণা প্রয়োজন। ‘

শনিবার বিএফডিসিতে নির্বাচনে ইভিএম এর ব্যবহার বিষয়ক এক সংসদীয় বিতর্কে প্রধান অতিথির বক্তৃতায় শামসুল হুদা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. শামসুল হুদা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্ভব নয়। পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকারের নির্বাচনসহ কয়েকটি নির্বাচনে আগামী কয়েক বছর ইভিএমের ব্যবহারের মাধ্যমে ভোটারদের এ প্রক্রিয়ার সাথে পরিচিত করতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের ২৭টি দেশে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এ মেশিনের গঠন ও প্রকৃতিতে ভিন্নতা রয়েছে। ড. হুদা বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ইভিএম একটি উপাদান মাত্র। অন্যান্য উপাদান যেমন ভালো আইন, নির্বাচন কমিশনের দক্ষতা, নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ দায়িত্ব পালন ও রাজনৈতিক কমিটমেন্টের প্রয়োজন রয়েছে। এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনে হেরে যাওয়ার পর ফলাফল গ্রহণ না করার মানসিকতা দুঃখজনক। একই সাথে বিজয়ীরা রাষ্ট্র ও সমাজের সবকিছুর ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে থাকে তাই কেউ হেরে যাওয়ার ঝুঁকি নিতে চায় না। তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। ‘

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণতন্ত্র ও সুশাসন ছাড়া উন্নয়ন টেকসই করা যায় না। আর গণতন্ত্রের পূর্ব শর্ত হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। ইভিএমের ব্যবহার সেই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়।

তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ থাকলেও এই নির্বাচনে নির্বাচন কমিশনের আন্তরিক ভূমিকার কারণে জনগণ স্বতঃস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।

ছায়া সংসদে সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে। অনুষ্ঠান শেষে বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারক ছিলেন অধ্যাপক আবু রইস, ড. এস এম মোর্শেদ এবং মোস্তাফিজুর রহমান খান।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী