শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নির্বাচনের আগে ৫টি স্থানে জনসভা করবেন শেখ হাসিনা, ইশতেহার মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকাসহ পাঁচটি স্থানে জনসভা করবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর বাইরে দশ জেলার নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া, আগামী ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভানেত্রী।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “আগামী ২১ ডিসেম্বর দুপুর ২টায় গুলশানে এবং ২৪ ডিসেম্বর বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে সমাবেশ করবেন আওয়ামী লীগ সভানেত্রী। ঢাকার বাইরে ২২ ডিসেম্বর সিলেট তিনটি মাজার জিয়ারতের পর দুপুর ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এবং ২৩ ডিসেম্বর দুপুর ২টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন শেখ হাসিনা। এছাড়া পীরগঞ্জে যাওয়ার পথে রংপুর-২ নির্বাচনী এলাকায় (তারাগঞ্জ-বদরগঞ্জে) সকালে একটি জনসভায় অংশগ্রহণ করবেন বলেও জানান বিপ্লব বড়ুয়া।

এর বাইরে তিনদিনে ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনী জনসভা করবেন বলে জানান বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, “১৮ ডিসেম্বর বিকাল ৩টায় লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধাসদন থেকে নড়াইলে মাশরাফি বিন মর্তুজা, কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম, বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসমাবেশ করবেন শেখ হাসিনা।”

“৯ ডিসেম্বর বিকেল ৪টায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়ায়, কক্সবাজারে সাইমুন সিদ্দিক কমলের নির্বাচনী এলাকার, পিরোজপুরের শ ম রেজাউল করিম এবং চট্টগ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী। ”

“২০ ডিসেম্বর সকাল ১১টায় গাইবান্ধা-৫ আসনে ফজলে রাব্বী, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীর ওমর ফারুকের নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।”

নির্ধারিত এলাকার নেতাকর্মীদের বাইরে ওই জেলার আওয়ামী লীগ ও মহাজোটের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে বলেও জানান বিপ্লব বড়ুয়া।

তিনি আরও জানান, “১৮ ডিসেম্বর সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।”

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী