শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সময় পেল আওয়ামী লীগ-জাপা

নিবন্ধন শর্ত যাচাই : এক ডজন দলকে ইসির শোকজ

নিবন্ধিত অন্তত এক ডজন রাজনৈতিক দলকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই নোটিশে দলগুলোর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। গত বুধবার ওই সব দলকে শোকজ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ি রাজনৈতিক দলগুলো নিবন্ধন শর্ত প্রতিপালন করছে কী না- ইসির এমন চিঠির জবাব না দেয়ায় দলগুলোকে শোকজ করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। তবে ইসির ওই চিঠির জবাব দিতে সময় চেয়ে চিঠি দেয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ কয়েকটি দলকে অতিরিক্ত এক মাস সময় দেয়া হয়েছে।

এ বিষয়টি জানতে চাওয়া হলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, যেসব রাজনৈতিক দল ইসির চিঠির জবাব দেয়নি এবং জবাব দিতে সময়ও চায়নি সেসব দলকে শোকজ করা হয়েছে। এছাড়া যেসব দল জবাব দেয়ার জন্য সময় চেয়েছে তাদেরকে এক মাস সময় দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব দল ইসির চিঠির জবাব দেয়নি তাদের নিবন্ধন বাতিলের এখতিয়ার কমিশনের রয়েছে। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

গত ১ নভেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) মো. আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০বি এর শর্তাদি প্রতি পালনের শর্তে নিবন্ধন প্রদান করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০এইচ(ডি) অনুযায়ী ৯০(বি) এর দফা(১)(বি) এর কোন বিধান লংঘিত হলে উক্ত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। উক্ত বিধানের প্রতি পালন নিশ্চিতকল্পে রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা, ২০০৮ এরবিধি ৯ অনুসারে নিবন্ধনের শর্তাদি প্রতি পালন সম্পর্কে কমিশনের অবহিত থাকা প্রয়োজন। চিঠিতে কমিশন সচিবের কাছে আগামী ১৫ দিনের মধ্যে নিবন্ধনের শর্তাদি প্রতি পালনের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। ইসির নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক/মহাসচিব বরাবর এ চিঠি পাঠানো হয়। নিবন্ধিত দলগুলোর মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক ওই চিঠির জবাব দেয়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ কয়েকটি দল চিঠির জবাব দিতে সময় চেয়ে চিঠি দিয়েছিল। এর বাইরে অন্তত এক ডজন দল ইসির চিঠির জবাব দেয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা। ওই সব দলের মধ্যে রয়েছে- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। চিঠির জবাব না দেয়ায় এসব দলের বিরুদ্ধে বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা নেয়া হবে না- তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে।

ইসি সূত্র জানায়, দলগুলো শর্তপূরণ করেই নিবন্ধিত হয়েছিল। তাদের বেশ কিছু বিষয় প্রতিপালনের বাধ্যবাধকতাও রয়েছে। এজন্য ইসির ঘোষিত কর্মপরিকল্পনা মেনে সর্বশেষ অবস্থা জানাতে নিবন্ধিত দলগুলোকে চিঠি দেয়া হয়েছে। নিবন্ধিত দলগুলোর বিষয়ে ইসির রোডম্যাপে বলা হয়েছে-নিবন্ধিত দলগুলো বিধি-বিধানের আলোকে পরিচালিত হচ্ছে কি না, খতিয়ে দেখার আইনানুগ দায় ইসির রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, দলগুলোর প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচিত কমিটি ও মাঠ অফিসের কার্যক্রম ঠিক রয়েছে কিনা তা সঠিকভাবে যাচাইয়ে একটি ‘বিশেষ দল’ তদন্তে নামবে। নিবন্ধনের সময় দেওয়া শর্ত পূরণ করতে না পারলে ইসির নিজস্ব কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতে ‘কারণ দর্শানো’ নোটিশ দিয়েই প্রাথমিক পদক্ষেপ শুরু হবে।

ইসি সূত্রে জানা যায়, ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর এ পর্যন্ত ৪২টি দল বিন্ধিত হয়েছে। এরমধ্যে স্থায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে না পারায় ২০০৯ সালে ফ্রিডম পার্টি নিবন্ধন বাতিল এবং আদালতের আদেশে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন অবৈধ রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী