বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি চান রোনালদো

নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ আবারও অস্বীকার করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বুধবার টুইটারে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘দৃঢ়ভাবে অস্বীকার’ করে এর থেকে মুক্তি চেয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার।

নিজের টু্ইটারে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা লিখেছেন, ‘আমার ওপর ওঠা অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি। ধর্ষণ একটি জঘন্য অপরাধ। আমি এর বিরুদ্ধে। আমি এই অভিযোগ থেকে মুক্তি পেতে চাই। মিডিয়ায় আমার নামে যে অভিযোগ ও মনগড়া বক্তব্য এসেছে আমি তা অস্বীকার করছি।’

সম্প্রতি জার্মান সাময়িকী ডের স্পিগেল এক প্রতিবেদনে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। সাময়িকীটি লিখেছে, ক্যাথরিন মায়োরগা নামের এক নারী দাবি করেছেন, ২০০৯ সালে লাস ভেগাসে একটি হোটেল কক্ষে রোনালদোর হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি।

সাময়িকীটি আরো জানায়, ওই ঘটনার পরপরই লাস ভেগাস পুলিশের কাছে অভিযোগ করেন মায়োরগা। পরে অবশ্য (২০১০ সালে) আদালতের বাইরে রোনালদোর সঙ্গে আলোচনার মাধ্যমে নাকি সমঝোতায়ও পৌঁছান তিনি। বিষয়টি প্রকাশ না করতে ৭৫ হাজার ডলার নেন ওই নারী। কিন্তু সেই চুক্তি থেকে এখন বের হতে চাইছেন তিনি।
এরপরই বিষয়টি অস্বীকার করে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় রোনালদো বিষয়টি অস্বীকার করে বক্তব্য দেন। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা তখন বলেছিলেন, ‘এটা ‘ভুয়া’ সংবাদ। তারা আমার নাম ব্যবহার করে নিজেদের প্রচার করতে চাইছে। এটা স্বাভাবিক। আমার নাম ব্যবহার করে তারা বিখ্যাত হতে চাইছে। তবে আমি খুশি আছি। সব ঠিক আছে।’

তবে এই অভিযোগে পর নড়েচড়ে বসেছে লাস ভেগাসের পুলিশ। তারা বিষয়টি নিয়ে আবার তদন্ত শুরু করেছে। লাস ভেগাস পুলিশ জানিয়েছে, ২০০৯ সালে তারা এরকম একটি অভিযোগ পেয়েছিলেন। কিন্তু অভিযোগের সময় ওই তরুণী ঘটনার স্থান বা কোনও প্রমাণ পুলিশকে দেয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!