সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘না ফেরার দেশে’ কলারোয়ার যুবলীগ নেতা লিটন ও ব্যবসায়ী গফ্ফার

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা পৌর সদরের ঝিকরা গ্রামের আবু রায়হান লিটন(৪৮)।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয় (ইন্না—-রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা নেয়ার পর তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সদ্য প্রয়াত লিটন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল কাশেমের ভাতিজা। তরুণ এই সমাজসেবকের মৃত্যু সংবাদ শুনে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার তাঁর বাড়িতে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, মটরশ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ।

এদিকে, শনিবার যোহর নামাজের পর ঝিকরা প্রি-ক্যাডেট স্কুল মাঠে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে অংশ নেন ও তাঁর বাড়িতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসুল্লি।

জানাযা নামাজ পরিচালনা করেন মরহুমের ভাতিজা হাফেজ মো: মুয়াজ।
জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

কলারোয়ার মির্জাপুর গ্রামের আব্দুল গফ্ফার আর নেই

কলারোয়ার হাসপাতাল সড়কের ব্যবসায়ী সদাহস্যোজ্জ্বল আব্দুল গফ্ফার (৫৪) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)।
ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি পৌরসভার মির্জাপুর গ্রামের মৃত ছলেমান মন্ডলের পুত্র। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, ১ কন্যা, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা থকে মরহুমের লাশ নিজ বাড়িতে পৌছালে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ ওই বাড়িতে উপস্থিত হন।
এদিকে, শনিবার সকাল ১১টায় মির্জাপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিপুল সংখ্যক মুসুল্লি অংশ গ্রহণ করেন।
জানাযা নামাজে সংক্ষিপ্ত আলোচনা করেন মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদে অবস্থানরত তাবলিগ জামায়াতের ওই দলের আমীর মো: ইসমাইল হোসেন।

জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল শাহী।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা