রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেবহাটা-কালিগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন শনিবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি ৩১মার্চ শনিবার সাতক্ষীরার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন করতে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগ ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের আয়োজনে দেবহাটায় সুধী সমাবেশে অংশগ্রহনসহ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে দেবহাটা ফুটবল মাঠে সকাল সাড়ে ১০ টায় আসবেন। পরে তিনি থানার নতুন ভবন উদ্বোধন করে দেবহাটা হাইস্কুল সম্মুখে স্থানীয় সুধীজনের সাথে এক সুধী সমাবেশে অংশগ্রহন করবেন।

সুধী সমাবেশে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যথাক্রমে অধ্যাপক ডা. রুহুল হক এমপি, মীর মোস্তাক আহম্মেদ রবি এমপি, এস.এম জগলুল জগলুল হায়দার এমপি, এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ এমপি, মিসেস রিফাত আমিন এমপি, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ বিপিএম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহম্মেদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম।

মতবিনিময় শেষে তিনি নলতার খাঁন বাহাদুর আহছানউল্লাহ (রঃ) মাজার জিয়ারত সহ দুপুরে মধ্যহ্নভোজ করবেন। পরে দেবহাটা উপজেলার দেবীশহর মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় অংশগ্রহন করবেন।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।
সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবন ঘুরবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বৃটিশ শাসনামলে তৈরী দেবহাটা থানার পূর্বের ভবনটি জরাজীর্ন হওয়ার কারনে গত ২০১৪ সালে ঐ ভবনটি সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে বিক্রি করে দেয়া হয়।

সূত্র মতে জানা গেছে, নতুন ভবন ও প্রাচীর নির্মান বাবদ ৬ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার ৯ শত ১৬ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি করার জন্য যশোরের বিশ্বাস বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দায়িত্ব পায়। গত ২০১৪ সালের ৯ নভেম্বর তারিখে থানা ভবনটি তৈরীর জন্য কাজের ওয়ার্ক অর্ডার দেয়া হয়। আর কাজটি শুরু করা হয় ২০১৫ সালের ৮ মার্চ। নতুন ভবনটি তৈরীর কাজ শেষ হয়ে গেছে।

দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানিয়েছেন, মন্ত্রী মহোদয়ের আগমনকে কেন্দ্র করে একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী