মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

তালায় ভয়াবহ অগ্নিকান্ডে সব পুড়লেও অক্ষত আল কুরআন

সাতক্ষীরার তালায় ঘরের ভিতরের থাকা সব জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হলেও অলৈকিকভাবে অক্ষত অবস্থায় আছে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন। গতকাল বৃহস্পতিবার সকালে ভাগবাহ গ্রামে মৃত ওজিয়ার রহমানের পুত্র নাজমুল ইসলামের বাড়িতে আকস্মিক বৈদ্যুতিক শর্ট সাকির্ট’র মাধ্যমে ভয়াবহ অগ্নিকান্ডের এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাতক্ষীরার তালা উপজেলা ভাগবাহ গ্রামে মৃত ওজিয়ার রহমানের পুত্র নাজমুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার সকালে আকস্মিক বৈদ্যুতিক শর্ট সাকিটের মাধ্যমে তালাবদ্ধ ঘরে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। এর মধ্যে ঘরের ভিতরে থাকা কম্পিউটার, প্রোজেক্টরসহ সব মালামাল পুড়ে যায়। পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মুল্য প্রায় দুই লক্ষ টাকা। তবে অক্ষত অবস্থায় আছে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক উজ্জল কুমার মৈত্র বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কুমিরা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম সদস্যবৃন্দ ঘটনাস্থল পরেদর্শন করেছেন।

তালায় অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় এমপিওভূক্তি হতে পারছেনা এক শিক্ষক
সাতক্ষীরার তালায় অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় এমপিওভূক্তি হতে না পেরে মানবেতার জীবন যাপন করছেন উৎপল কুমার সাহা নামের এক কলেজ শিক্ষক। এন,টি,আর,সি,এ কর্তৃক নির্বাচিত হয়ে প্রায় ২ বছর আগে তিনি জাতপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে প্রভাষক ব্যাংকিং পদে যোগদান করলেও অদ্যাবধি এমপিওভুক্তি হতে পারেননি। এ ঘটনায় নিরুপায় হয়ে শিক্ষক উৎপল কুমার সাহা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিয়োগ করেছেন। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
লিখিত অভিযোগে তিনি জানান, গত ০৯/১০/২০১৬ ইং তারিখে এন,টি,আর,সি,এ কর্তৃক নির্বাচিত হয়ে ২৬/১০/২০১৬ ইং তারিখে প্রভাষক (ব্যাংকিং) পদে জাতপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে যোগদান করেন। ২০১০ সালের জনবল কাঠামো অনুয়ায়ী বাণিজ্য বিভাগে ¯œাতকোত্তর ডিগ্রীধারী হিসাবে তিনি প্রভাষক (ব্যাংকিং) পদে যোগদানে বিবেচিত হন। এছাড়া বর্তমান পরিপত্র অনুয়ায়ী শিক্ষক উৎপল কুমার সাহার নিবন্ধন করা ছিল ২০০৫ সালে। তখন থেকে ২০১০ সাল পর্যন্ত ব্যাংকিং বিষয়ে কোন নিবন্ধন ছিলনা। এদিকে কলেজে যোগদানের পর থেকে অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ শিক্ষক উৎপল কুমার সাহার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র শুরু করে এবং তার এমপিওভূক্তির জন্য প্রস্তুতকৃত ফাইলে স্বাক্ষর করবেনা বলে জানিয়ে দিয়ে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আসছে। অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে প্রায় ২ বছর এমপিওভূক্তি না হতে পারে তিনি মানবেতর জীবন-যাপন করছেন। এ ঘটনায় নিরুপায় হয়ে শিক্ষক উৎপল কুমার সাহা গত ৪ এপ্রিল তালা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
তবে বিষয়ে কথা বলতে জাতপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ’র সাথে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তালার মাগুরা প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ জনের বৃত্তি লাভ
তালা উপজেলার ৭৪ নং মাগুরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় ৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে একজন ট্যালেন্টপুল এবং ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। বৃত্তি হলেন, ট্যালেন্টপুলে প্রাপ্তরা ছাত্রী হলো ঋতি মন্ডল এবং সাধারণ গেডে বৃত্তি লাভ করেছে পূজা দেবনাথ এবং দিপন দেবনাথ।

মাগুরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনসহ সকল শিক্ষকের অক্লান্ত পরিশ্রম এবং ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সহযোগিতায় স্কুলটির শিক্ষার্থীরা উক্ত ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী