বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় ইউএনও’র নামে মামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন’র নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার প্রতিবাদে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা ডাকবাংলোর সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্টিত হয়।
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার অমল কান্তি ঘোষ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা কোহিনুর বিশ্বাস, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম।
তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান’র পরিচালনায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেস ক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যিনি (ইউএনও) তালার অত্যন্দ্র প্রহরী হয়ে সাধারণ মানুষের মনে মিশে আছেন, সেটেলমেন্ট অফিস দূর্নীতি ও দালাল মুক্ত করেছেন। তার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা ও হয়রানি মূলক মামলা করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার না হলে সাধারণ মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

তালায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সাংবাদিক কর্মশালা
সাতক্ষীরা তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল উপকূলীয় অঞ্চলের জলাবদ্ধতা ও পরিবেশগত পরিস্থিতি নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে তালা মোবারকপুরস্থ উত্তরণ আইডিআরটি’তে অনুষ্ঠিত হয়। বে-সরকারী সংস্থা উত্তরণ ও পানি কমিটির আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম।
অধ্যাপক হাসেম আলী ফকিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, পাইকগাছা প্রেসক্লাবের জিএ রশিদ, ¯েœহেন্দু বিকাশ, ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, আনোয়ার হোসেন হোসেন আকুঞ্জী, চুকনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক গৌতম রাহা, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সহ-সভাপতি শেখ দীন মাহমুদ এবং সাবেক সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পদক শেখ শওকত হোসেন, মোঃ আশরাফ আলী, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী মোঃ সফিকুল ইসলাম এবং উত্তরণ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যামে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা। কর্মশালায় সাতক্ষীরা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দসহ তালা,পাটকেলঘাটা, ডুমুরিয়া, চুকনগর, পাইকগাছা ও কপিলমুনি প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র