শনিবার, মে ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালার মাগুরায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলন

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড তালা উপজেলার মাগুরা ইউনিয়ন শাখার সম্মেলন বৃহস্পতিবার সকাল ১০টায় মাগুরা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সাবেক চেয়ারম্যান ও মাগুরা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তি যোদ্ধা শেখ শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব ও দৈনিক পত্রদূতের সম্পাদক (ভারপ্রাপ্ত) লায়লা পারভীন সেজুঁতি। প্রধান বক্তা ছিলেন তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক শেখ জাহিদুর রহমান লিটু, আমন্ত্রিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজউদ্দীন, আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার আহ্বান ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অন্যান্যের মধ্যে স্থানীয় চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু গনেশ দেবনাথ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশ্বাস আতাউর রহমান, ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সন্মেলনে মাস্টার নিহার রঞ্জন সরকারকে সভাপতি ও একরামূল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ০৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তালা উপজেলা সন্তান কমান্ডের সদস্য-সচিব আলমগীর হোসেন।

তালার মাগুরা গ্রামে কিশোরীর আত্নহত্যা
সাতক্ষীরার তালার মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকবর আলি শেখের মেয়ে নিপা (১৪) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
আকবর আলির চার মেয়ের ছোট মেয়ে নিপা। পুত্র সন্তান না থাকায় সে ছিল সকলের নয়নের মনি।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে সে মায়ের কাছে খেতে চাইলে মা চন্দ্রগ্রহণের কারণে দেরি করতে বললে সে নিজের ঘরে ঘুমাতে যায়। গ্রহণ শেষে মা তার ঘরে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখে। তাকে ডাকতে ডাকতে এক পর্যায়ে চিৎকার দিতে থাকলে পার্শ্ববর্তী রাস্তার চলমান পথচারীরা গিয়ে দরজা ভেঙে তাকে ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে। পরে তাকে নামানো হলে মৃত দেখা যায়।
বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থান মাগুরাডাঙ্গায় জানাযা শেষে তাকে দাফন করা হয়।
মৃত্যুর খবর শুনে সেখানে সমবেদনা জানাতে যান দৈনিক পত্রদূত সম্পাদক (ভারপ্রাপ্ত) লায়লা পারভীন সেঁজুতি ও স্থানীয় ওয়ার্ড মেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ময়নূল ইসলাম সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা