মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তফসিল ঘোষণা : রংপুর সিটির ভোট ২১ ডিসেম্বর

রংপুর সিটি করপোরেশনে আগামী ২১ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২২ নভেম্বর। আগামি ২৫-২৬ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামি ৩ ডিসেম্বর। আগামি ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর এ সিটি করপোরেশনে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
তিনি জানান- নির্বাচনে কয়েকটি কেন্দ্রে নতুন ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে বসানো হবে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। নির্বাচনে একজন রিটার্নিং কর্মকর্তা ও ১১জন সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর
থাকছে ইভিএম ও সিসি ক্যামেরা
মেয়র দলীয় প্রতীকে, কাউন্সিলর নির্দলীয়

ইসির কর্মকর্তারা জানান- মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা ও বিএনপির প্রার্থী ধানের শীষ নিয়ে লড়াইয়ে নামতে পারবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর সিটি করপোরেশন নির্বাচন রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয়তা প্রমাণে নতুন প্রতিযোগিতা সৃষ্ট করবে বলে আশা করছেন তারা। সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নে ব্যাপক হিসাব-নিকাস করছে প্রধান দুই দল। সেইসঙ্গে দুই দলের শরিকদের সঙ্গে চলছে ব্যাপক আলাপ-আলোচনা। ভোট টানার চেষ্টায় মরিয়া দুই দল। প্রধান দুই দলের বাইরে ইতিমধ্যে এই নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টি-জাপা আগাম মেয়র প্রার্থীও ঘোষণা করেছে। মেয়র দলীয় হলেও কাউন্সিলরদের দেয়া হবে নির্দলীয় প্রতীক। যদিও বিগত কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলররা নির্দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বাস্তবে তারা দলীয় পরিচয়ে ভোট চেয়েছেন। একই অবস্থা রংপুর সিটি কর্পোরেশনে দেখা যেতে পারে বলেও মনে করছেন ইসির কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে সিইসি জানান- রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার এবং ওই অঞ্চলের ৪জন জেলা ও ৭জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারি রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য কর্তৃপক্ষ হিসেবে রংপুরের বিভাগীয় কমিশনারকে নিয়োগ করা হয়েছে। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৭ থেকে ২৯ নভেম্বর এবং অপিল নিষ্পত্তি হবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত।

রাজনৈতিক দল গুলোর সঙ্গে সংলাপ শেষে রংপুর সিটিতে বর্তমান কমিশনের সক্ষমতা প্রমাণের কোন বিষয় থাকবে কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন- এ নির্বাচনে কমিশনের সক্ষমতা প্রমাণের কিছু নেই। নির্বাচন সুষ্ঠু করতে যা করণীয় ইসি আইন অনুযায়ী তা করবে।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন- সিটি কর্পোরেশন অইন অনুযায়ী গত ২ নভেম্বর রাত ১২ টার পর থেকে নির্বাচনী প্রচারণা সামগ্রী অর্থাৎ শুভেচ্ছা পোস্টার, ব্যানার, বিলবোড সরানোর নির্দেশ দেয়া হয়। তার পর যদি এসব অপসারণ না হয়ে থাকে। তফসিলের পরে নির্বাচনি আইন অনুযায়ী কমিশন সরাসরি ব্যবস্থা নিবে।

নির্বাচনের আগেই রংপুর সিটিতে অনেক প্রার্থী অঢেল টাকা খরচ করেছে- এমন বিষয়ে কমিশনের কাছে কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন- মননোয়ন জমা দেওয়ার আগে কে প্রার্থী তা আমরা বলতে পারব না। সেক্ষেত্রে কে টাকা খরচ করল এটা আমাদের বলার কিছু ছিলনা। এখন তফসিল হয়েছে আইন অনুযায়ী এখন কমিশন কঠোর ব্যবস্থা নিবে।

ইসি জানিয়েছে- সর্বশেষ ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথম রংপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যমান অইন অনুযায়ী আগামি বছরের ২৮ ফেব্রুয়ারি এ সিটির মেয়াদ উত্তীর্ণ হবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে রংপুর সিটিতে নির্বাচন করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।
পাঁচ বছর আগে ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। সেই নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী