ঠিকাদারের দুর্নীতির কবলে জনগণের স্বপ্নের খোরদো ব্রিজ!
কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ান এবং মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়ানের চাকলা খোরদো মধ্যবর্তী স্থানে অবস্থিত কোটি টাকা ব্যয়ে নির্মিত খোরদো চাকলা বর্ডার গার্ড ব্রিজে দুর্নীতি হয়েছে বলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপলব্ধি করতে পেরেছে ০৭/০৫/২০১৭ ইং রবিবার বিকেল ৬:২৯:৪৬ সময় ঘটে যাওয়া ঘটনা থেকে যে, ব্রিজের সংযোগমুখে বছর না যেতেই মেরামতের কাজ এবং মধ্যবর্তী স্থানে সংযোগ দেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গার লোহার পাতটি বসানো হয় সেটা গভীর রাত ১০:২৬ :৪৬ সময় ওয়াল্ডিং করতে দেখে হতবাক চলতি এবং স্থানীয় জনসাধারণ।
রাজগঞ্জ জিসি – খোরদো জিসি রাস্তার চেইনেজ ১০৫০০মিঃ এ কপোতাক্ষ নদের উপর ১৬৮মিঃ দীর্ঘ ইনভাইটেজ গার্ডার ব্রিজের নির্মাণ কাজে সাব – ঠিকাদারের দায়িত্ব্য পালন করেন মো.আবুল কাশেম, ফরিদপুর রাজবাড়ি এবং মনিরামপুর উপজেলার প্রোকৌশলী আজম উদ্দিন সাহেব দায়িত্ব পালন করেন। কিন্তু বছর না যেতেই মেরামতের কাজ এবং ব্রিজের মধ্যবর্তী স্থানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গার লাইনচ্যুত হওয়া লোহার পাতটি ওয়াল্ডিং করাতে, সকল পথচারী মানুষের ভিতরে একটা ভয়ে আতঙ্কিত যে কখন দূরঘটনা ঘটে ৷ এবং অহরহ যানবাহন চলাচলে ঝুঁকিতে থাকতে হবে বলে মনে করছে জনসাধারণ ৷
দীর্ঘদিনের সাধনা, সারা জীবনের স্বপ্ন পুরন করেছেন কোটি টাকা ব্যয়ে বর্তমান সাফল্যমই আওয়ামী লীগ সরকার এবং সারা দেশের উন্নয়নের জন্য অর্থের দিক অকৃপণ অবস্থায় থেকেছেন শুধুমাত্র দেশ ও দশের উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে হবে ও যোগাযোগ মাধ্যমকে বেগবান করতে, তারই ফলশ্রুতিতে নির্মিত হয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত খোরদো চাকলা ব্রিজ ৷ কিন্তূ দায়িত্ব্যে থাকা ঠিকাদার এবং প্রকৌশলীদের স্বার্থ হাসিলের কারণে ঘটে যাচ্ছে সারা দেশে ব্রিজ এবং রাস্তা ধসের ঘটনা, যে ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সম্পদ ও ব্রিজ ধ্বসে মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাজারো মানুষের জীবন!এমন ধ্বসের ঘটনা ঘটেছে দেশের অনেক যায়গায়, তারই মধ্যে পড়েছে ঠিকাদারের দুর্নীতির কবলে জনগণের স্বপ্নের খোরদো ব্রিজ। এহেন ঘটনা যে ঘটতে পারে না তারও কোন নিশ্চয়তা আছে বলে মনে করি না! চলতি কাজের সময় সঠিক তদন্তের অভাবে খোরদো চাকলা ব্রিজেও দুর্নীতি হয়েছে ৷
১৭/০৫/২০১৬ইং তারিখ থেকে উদ্বোধনের মাধ্যমে শুরু হয় খোরদো চাকলা ব্রিজের উপর দিয়ে চলাচল এবং ০৭/০৫ /২০১৭ ইং এই বর্তমান অল্প সময়ের মধ্যেই বিকালে ব্রিজের মুখে তালিপটি দিয়ে মেরামত এবং রাতের অন্ধকারে ওয়াল্ডিং মেশিনের দ্বারা ব্রিজের মধ্যখানে দুইপ্রান্তের সংযোগ স্থান বিচ্ছিন্ন্য হওয়ার উপক্রম লোহার পাত দিয়ে মেরামত করা হয় বলে এসব কথা ব্যক্ত করে জনসাধারণ। প্রসঙ্গত, তড়িঘড়ি করে হাজারো মানুষের স্বপ্নের অন্যতম যোগাযোগ মাধ্যম খোরদো ব্রিজের মুখে পটিপাটা এবং মধ্যবর্তী স্থানে অবস্থিত ব্রিজ সংযোগ বিচ্ছিন্ন করে, সেটাকে দীর্ঘ মজবুত করতে লোহার পাত লাগানো যেটা অতি সল্প সময়ের ব্যবধানে নষ্ট হয়ে যায় এবং মেরামত করার জন্য লোক চক্ষুর আড়ালে গভীর রাত ১০:২৬:৪৬ সময় লোকাল ওয়াল্ডিং মেশিনের দ্বারা মেরামত করা হয় সেটাও বোধগম্য নয় বলে আলোচনা করে প্রত্যক্ষদর্শী একাধিক পথচারী সাধারণ মানুষ। যদিও ব্রিজটি সম্পন্ন হয়ে গেছে তবুও যেনো কোনো ঝুকির সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সংস্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনায় সকল ভিতস্থত জনসাধারণ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন