মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

টানা পাঁচদিনের ছুটি কাটাতে ভারত ভ্রমনে বেনাপোল সীমান্তে মানুষের ঢল

টানা পাঁচদিনের ছুটি কাটাতে ঘরে বসেনেই সরকারী চাকুরীজীবিরা।ভারতে যাবার জন্য ভীড়করছে বেনাপোল সীমান্তে। ঢল নেমেছে মানুষের। বৌদ্ধ পুর্নিমা, মে দিবস, ও পবিত্র শবেবরাত মিলে ৫ দিনের টানা ছুটির ফাদে বাংলাদেশ। তাই সারাদেশের সরকারি কর্মকর্তারা সেই সুযোগটা হাতছাড়া করতে চায়না। কাজে লাগাতে যশোরের বেনাপোল সীসান্তে ভীড়করছে ভারতে ঘুরতে যাওয়ার জন্য। বেনাপোল-পেট্রাপোল, হিলি, বাংলাবান্ধা, চ্যাংরাবান্ধা সীমান্ত পেরিয়ে হাজারে হাজারে বাংলাদেশি যাচ্ছেন প্রতিবেশী দেশে৷ আবার ভারতের অপর তিন রাজ্য অসম, মেঘালয় ও ত্রিপুরা লাগোয়া সীমান্ত এলাকাতেও যথেষ্ট ভিড়৷

সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রবিবার আছে বুদ্ধপূর্ণিমার ছুটি। ১ মে মঙ্গলবার মে দিবস এবং পরদিন ২ মে বুধবার শবেবরাতের ছুটি। ৪ ও ৫ মে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। মাঝখানে ৩০ এপ্রিল সোমবার একদিন এবং ৩ মে বৃহস্পতিবার অফিস খোলা। এই দু’দিন সমন্বয় করা গেলে সব মিলিয়ে টানা ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। আর কেউ যদি শুধু ৩০ এপ্রিলের ছুটি নিতে পারেন, তাহলে তিনি ছয় দিন এবং কেউ যদি শুধু ৩ মের ছুটি পান, তাহলে তিনি হাতে পাবেন পাঁচ দিন।

সরকারি ছুটির পাশাপাশি কিছু লিভ নিয়ে এক সপ্তাহের টানা ছুটিতে ভারতে যাওয়ার ভিড়ে সীমান্ত সরগরম৷ আত্মীয়দের সঙ্গে দেখা করা কোনওভাবেই হাতছাড়া করতে নারাজ বাংলাদেশিরা৷ অনেকে যাচ্ছেন কলকাতা৷ কেউ ছুটছেন হিলি, বাংলাবান্ধা, চ্যাংরাবান্ধা হয়ে শিলিগুড়ি পৌঁছে দার্জিলিং-কালিম্পং, কার্শিয়াং সহ বিভিন্ন পাহাড়ি শহরে৷ তামাবিল-ডাউকি সীমান্ত পেরিয়ে অনেকেই যাচ্ছেন শিলং৷ কারোর লক্ষ্য আগরতলা৷

তবে যশোরের বেনাপোল সীমান্ত সর্বাধিক যাত্রী ভিড়ে গমগমে হয়ে গিয়েছে৷ বেনাপোল থেকে পশ্চিমবঙ্গের পেট্রাপোলে গত শুক্র ও শনিবার প্রায় ১১ হাজার যাত্রী ভারতে প্রবেশ করেছেন৷ অতিরিক্ত যাত্রী আসায় চেকপোস্ট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যাত্রীজট। বেশকিছু যাত্রীর অভিযোগ, দালালরা এই সুযোগে তাদের কাছ থেকে ৪শ’-৫শ’করে টাকা নিয়ে আগে পার করে দেওয়ার কথা বলে না দেওয়ায় সাধারণ যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।

চিকিৎসার জন্য এমনিতেই বহু বাংলাদেশি কলকাতা যান৷ আবার ঈদের সময় প্রতিবারই বহু সংখ্যক বাংলাদেশি পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা গিয়ে কেনাকাটা করেন৷ তখন বড়সড় যাত্রীর ভিড় দেখা যায় বেনাপোল-পেট্রাপোল সীমান্তে৷ অনেকটা সেরকমই ভিড় দেখা গেল দীর্ঘ ছুটি পাওয়ায় এবার বেনাপোলে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী