শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড কলারোয়া

ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড কলারোয়া উপজেলাব্যাপী। গাছ-গাছালি, বাড়ি-ঘর, ইটভাট, বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে মঙ্গলবার সকালে বয়ে যাওয়া ঘূর্নিঝড়ে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৮টা ৪০মিনিটের দিকে শুরু হওয়া অল্পক্ষণের ঝড়টির তান্ডবে স্থমিত হয়ে পড়েছে জনজীবন।

সরেজমিনে দেখা যায়, পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দোকানপাটের টিনের ছাউনি বা টিনের চাল ও খোলার ছাউনি উপড়ে গেছে, অনেকস্থানে দেয়াল ভেঙ্গে পড়েছে। ডালপালা ভেঙ্গে পড়ার পাশাপাশি ছোট-বড় গাছ উপড়ে গেছে। ফসলের জমি ও আমের মুকুল ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন ইটভাটায় তৈরিকৃত কাচা মাটির ইট সম্পূর্ণ বিনষ্ট হয়েছে ও চুল্লিতেও ক্ষতিগ্রস্থ হয়েছে। স্কুল-কলেজ-মাদরাসা বিবর্ন রুমগুলো হয়েছে লন্ডভন্ড। বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকতে দেখা যায়। ঝড়ের সাথে শিলা বৃষ্টিও যোগ হয়। শিলা বৃষ্টিতে আমের মুকুল ঝড়ে গেছে বলে জানা যায়। সকাল থেকে দিনভর ব্যাপক বৃষ্টিতে জনজীবন সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে। রাস্তাঘাট, খেলার মাঠসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়।

সবমিলিয়ে দীর্ঘদিন পর ক্ষনিকের ঝড়ের তান্ডব আর দিনভর মেঘলা আকাশ ও থেমে থেমে মুষুলধরা বৃষ্টিতে প্রায় সকলে কোন না কোনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে শোনা গেছে। সকাল থেকে কলারোয়ায় বিদ্যুত সরবরাহ ছিলো বন্ধ।

কলারোয়া বাজারের ব্যবসায়ী আজহারুল ইসলাম আজা জানান- সকালের ঝড়ে তারা দোকানের টিনের ছাউনি উড়ে গেছে। ফলে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।

উপজেলার কয়লা ইউনিয়নের রাণী ব্রিকসের সত্বাধিকারী কামরুল ইসলাম সাজু জানান- প্রস্তুতকৃত কাচা ইট, স্তুপাকৃত মাটি বৃষ্টির পানিতে বিলীন হয়ে গেছে। ইট তৈরির চুল্লিও ক্ষতিগ্রস্থ হয়েছে। অসময়ের এই ঝড়-বৃষ্টিতে তিনি কয়েক লাখ টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে দাবি করেন।

তুলশীডাঙ্গার এক বাসিন্দা জানান- তুলশীডাঙ্গা গোগ মন্দিরের সামনে বড় বটগাছটি গোড়া থেকে উপড়ে গিয়ে উল্টে গেছে।

মুক্তিযোদ্ধা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ’র বরাত দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র সদস্য সচিব মিজানুর রহমান জানিয়েছেন- ওই বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণীকক্ষের চাল উড়ে গিয়েছে এবং ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে দেড়শতাধিক শিশুর পাঠদান।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সৃষ্ট বৃষ্টি বুধবারও থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা