রবিবার, মে ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঝিকরগাছা-চৌগাছায় এসএম হাবিবের বিশাল শোডাউন

মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা অবধি যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান বিশাল শো ডাউন করেছেন।

তিনি নিজেকে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রাথী দাবি করেছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে হাজার হাজার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস সহকারে শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জড়ো হন। বেলা ৯টায় আনুষ্ঠানিকভাবে শোডাউনের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে এস এম হাবিব বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, এই শোডাউন শুধুমাত্র চৌগাছার প্রার্থীর পরিচিতির জন্য নয়। আওয়ামীলীগের শক্তিশালী অবস্থান ও সাংগঠনিক কর্মকান্ডকে তরান্বিত করা এই কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
উদ্বোধনী বক্তব্য শেষে শোডাউনের যাত্রা শুরু হয়। চৌগাছা বাজার হয়ে চৌগাছা-ঝিকরগাছা সড়ক ধরে শোডাউন পৌঁছায় ঝিকরগাছা উপজেলায়। সেখানে শতশত দলীয় নেতাকর্মীর সাথে কুশল বিনিময় করেন। এরপর শোডাউনটি ঝিকরগাছার বাকড়া, নির্বাসখোলা, পানিসারা, কুল্লা বাজার, বায়সা বাজার, দেয়াড়া, উলশী, নাভারণ, গদখালী এলাকা হয়ে পুনরায় চৌগাছার উদ্দেশ্যে রওনা হয়। দলীয় সূত্র জানায়, শোডাউনে প্রায় ৩ হাজার মোটরসাইকেল, প্রাইভেট ও মাইক্রোবাসে ১০/১৫ হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শোডাউনে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হবিবর রহমান হবি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, তোতা মিয়া, জয়নাল আবেদীন মুকুল, শেখ আনোয়ার হোসেন, ইব্রাহিম খলিল বাদল, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, যুবলীগ নেতা আনিছুর রহমান, দেওয়ান আনিচ, আওয়ামীলীগ নেতা আমির হোসেন, হাসিবুল হাসান, আতিয়ার রহমান, শরিফুল ইসলাম, মোশারফ হোসেন, সাহাবুদ্দিন হোসেন, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মতলেব মিয়া, জিল্লুর রহমান, রবিউল ইসলাম রবি, লিয়াকত হোসেন, আকিমুল হোসে, আবুল খায়ের, যুবলীগ নেতা জি এম গোলাম মোস্তফা, সিদ্দিকুর রহমান, কামারুজ্জামান, আব্দুর রশিদ, তসলিম আহমেদ, মিলন হোসেন, সোহেল রানা উজ্জ্বল, আতিয়ার রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম, এবি সিদ্দিক মন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হুসাইন, সাধারণ সম্পাদক সফিকুজ্জামান রাজু, শামীম রেজা, মিকাইল হোসেন, শরিফুর ইসলাম, আরিফ হোসেন, সবুজ মিয়া, মহিলা নেত্রী শাইলা জেসমিন, বেলি খাতুন, নাসিমা আক্তার, ইসমেতারা বেগম, রিতা আক্তার, ইউপি সদস্য ফজের আলী, জাকির হোসেন, আব্দুর রশিদ, মিঠু মিয়া, মুস্তাক আহমেদ, সাবেক ইউপি সদস্য সাইফুর ইসলাম প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা