রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

জাতীয় প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আগামী দুই বছরের জন্য কাদের হাতে উঠছে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনার দায়িত্ব, তা ঠিক করতে শুরু হয়েছে ভোটগ্রহণ। বরাবরের মতো এবারও মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম তথা আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী ফোরাম বিএনপি সমর্থিত দু’টি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই দুই প্যানেলে যারা স্থান পাননি তারা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ভোটে লড়ছেন।মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে টানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির (২০১৯-২০২০) নির্বাচনে এবার ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতির একটি পদে সাইফুল আলম ও শওকত মাহমুদ, সিনিয়র সহ-সভাপতির একটি পদে কার্তিক চ্যাটার্জী, মো. ওমর ফারুক ও সৈয়দ মেজবাহ উদ্দিন, সহ-সভাপতির একটি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া ও নূরুল হাসান খান, সাধারণ সম্পাদকের একটি পদে ইলিয়াস খান, কামরুল ইসলাম চৌধুরী ও ফরিদা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদকের দু’টি পদে আবু সালেহ আকন, মাঈনুল আলম, মো. আশরাফ আলী, শাহেদ চৌধুরী ও সাখাওয়াত হোসেন বাদশা, কোষাধ্যক্ষের একটি পদে কাজী রওনাক হোসেন, জহিরুল হক রানা ও শ্যামল দত্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের ১০টি পদে মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আনিসুর রহমান খান, আলী হাবীব, ইব্রাহিম খলিল খোকন, কল্যাণ সাহা, কাজী রফিক, কুদ্দুস আফ্রাদ, জহুরুল ইসলাম টুকু, জাহিদুজ্জামান ফারুক, জীবন ইসলাম, দেলোয়ার হাসান, নির্মল চক্রবর্তী, বখতিয়ার রানা, মো. আইয়ুব ভূঁইয়া, মো. আজিজুর রহমান, মোহাম্মদ মমিন হোসেন, মো. সানাউল হক, রহমান মোস্তাফিজ, রেজওয়ানুল হক রাজা, শামসুদ্দীন আহমেদ চারু, শামসুল হক দুররানী, শাহনাজ সিদ্দিকী, শাহনাজ বেগম (ডেইলি অবজারভার), শাহনাজ বেগম (দৈনিক ইনকিলাব), সায়েদুল হোসেন সাহেদ, সৈয়দ আবদাল আহমদ ও হাসান আরেফিন।

মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী ফোরাম থেকে সাইফুল আলম-ফরিদা ইয়াসমিন প্যানেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে শওকত মাহমুদ- ইলিয়াস খান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী ফোরামে অন্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক (বাসস), সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া (বাংলাদেশের খবর), যুগ্ম সম্পাদক দু’জন শাহেদ চৌধুরী (সমকাল) ও মাঈনুল আলম (ইত্তেফাক), কোষাধ্যক্ষ শ্যামল দত্ত (ভোরের কাগজ)।

এছাড়া সদস্য পদে লড়ছেন ১০ জন। তারা হলেন- কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা), রেজোয়ানুল হক রাজা (মাছরাঙা টিভি), শামসুদ্দিন আহমেদ চারু (ইত্তেফাক), শাহনাজ বেগম (অবজারভার), হাসান আরেফিন (বর্তমান), কল্যাণ সাহা (চ্যানেল আই), আলী হাবিব (কালের কণ্ঠ), মো. আয়ুব ভূঁইয়া (বাসস), রহমান মুস্তাফিজ (মোহনা টিভি), শাহনাজ সিদ্দিকী (বাসস)।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ২১২ জন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী