শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ছেতার বাদক উদয় শংকর ও নৃতশিল্পী রবিশঙ্করের স্মৃতিবিজড়িত এখন নড়াইলের কালিয়া পৌরসভা

একজন বরেণ্য ও কালজয়ী ছেতার বাদক উদয় শংকর ও নৃতশিল্পী রবিশঙ্করের স্মৃতিবিজড়িত নড়াইলের কালিয়া পৌরসভা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার আয়তন ২৯ দশমিক ২২ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২৯ হাজার ২৫৫ জন। মোট ভোটার ১৫ হাজার ২১৬ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৬১৬ এবং মহিলা ৭ হাজার ৬০০ জন। ২০১১ সালের নভেম্বরে নড়াইলের কালিয়া এ পৌরসভা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়।
সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে নড়াইলের কালিয়া পৌরসভার অষ্টম মেয়র নির্বাচিত হন ফকির মুশফিকুর রহমান লিটন।

নড়াইলের কালিয়া পৌরবাসীর অভিযোগ, ৪৩ বছর বয়সী এ পৌরসভাটির কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। ৫নং ওয়াডের্র বাসিন্দা শেখ সরোয়ার হোসেন বলেন, শহরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী। বিশেষ করে ব্যস্ততম কলেজ-বাজার সড়কে খানখন্দের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। শহরে কুকুরের উৎপাত বেড়েছে। সড়কে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা নেই। এ কারণে ইয়াবা ব্যবসায়ীরা অন্ধকারে বাড়তি সুবিধা নিচ্ছে। একমাত্র বাসস্ট্যান্ডের দীর্ঘদিন কোনো উন্নয়ন হয়নি। স্যানিটেশন ব্যবস্থা আরও মানসম্পন্ন হওয়া দরকার। নড়াইলের কালিয়া ১নং ওয়াডের্র বাসিন্দা উৎপল কুমার ঘোষ বলেন, নড়াইলের কালিয়া এ শহরে বিনোদনের কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয় শ্রেণির পৌরসভা হলেও যে ধরনের নাগরিক সুবিধা থাকা দরকার তা নেই। শিশুদের জন্য কোনো খেলার মাঠ বা পার্ক নেই। ট্যাক্সের পরিমাণ বেশি, সেবার মান কম। ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই। এতে পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া বৃষ্টি হলে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। নড়াইলের কালিয়া ৩নং ওয়াডের্র বাসিন্দা পশু ব্যবসায়ী মো. শহিদুল শেখ বলেন, পশুর হাটটি ভেঙে যেতে বসেছে। এ কারণে পৌরসভা মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ হাটের রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এছাড়া নদীভাঙন একটি বড় সমস্যা। বড়কালিয়া, কুলশুর, বেন্দায় নবগঙ্গা নদীর ভাঙন লেগেই আছে। এসব গ্রামের বাসিন্দারা নদীভাঙনের কবলে সর্বস্বান্ত হচ্ছেন। এসব অভিযোগের জবাবে নড়াইলের কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, গত নির্বাচনের আগে পৌরবাসীকে কোনো প্রতিশ্রুতি দেইনি। তবে পৌরবাসীকে সঙ্গে নিয়ে সব সমস্যা সমাধানে একযোগে কাজ করব বলে কথা দিয়েছিলাম। নির্বাচনের পর পৌরবাসীর সুপারিশ ও মতামতের ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। অধিকাংশ ক্ষেত্রে আমার সাফল্য আছে। কিছু কিছুু ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে। তিনি বলেন, নড়াইলের কালিয়া পৌরসভার প্রধান প্রধান সড়কে রাতে বাতির ব্যবস্থা করেছি। গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিকসহ নানাভাবে সাহায্য করা হচ্ছে। পৌরবাসীর ওপর বাড়তি করের বোঝা চাপিয়ে দেয়া হয়নি। অপরদিকে সেবা নিতে এসে কেউ হয়রানির শিকার হননি। নাগরিকদের ডেঙ্গুসহ সর্বক্ষেত্রে সচেতন করতে সভা-সমাবেশ করে যাচ্ছি। পৌরসভাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে পেরেছি। তবে ময়লা-আবর্জনা বা বজর্য ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে। বাজেটের অপ্রতুলতা এবং সংশি­ষ্টদের সহযোগিতা না পাওয়ায় এ সমস্যার সমাধান করতে পারিনি। নড়াইলের কালিয়া মেয়র আরও বলেন, সাড়ে তিন বছরে কালিয়া পৌর এলাকায় ১২ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। এরই মধ্যে নড়াইলের কালিয়া জরাজীর্ণ খানাখন্দের সড়কগুলো মেরামতের জন্য টেন্ডার হয়ে গেছে। শিগগিরই এর কাজ শুরু হবে। এরপর যাতায়াত ও যানবাহন চলাচলে আর কোনো সমস্যা থাকবে না। একমাত্র বাসস্ট্যান্ডের উন্নয়ন করা হয়েছে এবং আগামী দিনে আরও করা হবে। পৌরসভায় অবস্থিত কবরস্থানগুলোর উন্নয়নে অনুদান দেয়া হচ্ছে। চলতি বছর চাঁদপুর কবরস্থানের জন্য ১ লাখ টাকা দেয়া হয়েছে। আগামী নির্বাচনে সৃষ্টিকর্তা যদি অংশগ্রহণ করার সুযোগ দেন এবং বিজয়ী হই, তাহলে দ্বিতীয় শ্রেণি থেকে পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করার চেষ্টা করব। সে কারণে পৌরসভার রাজস্ব বাড়ানোর জন্য এখন থেকেই কাজ করে যাচ্ছি। নড়াইলের কালিয়া ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌসভার কর্মী নিয়োগ দিয়ে সহায়তা করছি। নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে কুকুরের কামড়ের কোনো ভ্যাকসিন নেই। ভ্যাকসিনের প্রয়োজন হলে রোগীরা পৌরসভায় আসেন এবং ভ্যাকসিন সংগ্রহ করে নিয়ে যান। পৌরসভার চাহিদা মোতাবেক সরকারি বরাদ্দ পেলে জলাবদ্ধতা নিরসনে আরও ড্রেন নির্মাণের পরিকল্পনা আছে। আর নদীভাঙন রোধে নড়াইল-১ আসনের এমপি মো. কবিরুল হক মুক্তির সহযোগিতায় কাজ চলছে। পর্যায়ক্রমে সব এলাকার ভাঙন রোধের চেষ্টা চলছে। নড়াইলের কালিয়া মেয়র বলেন, নড়াইলের কালিয়া এ পৌরসভায় রয়েছে অনেক ঐতিহ্যবাহী নিদর্শন- সরকারি শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজে রয়েছে উপমহাদেশের সর্ববৃহৎ সম্পূর্ণ পিতলের তৈরি ৫ টন ওজনের জগন্নাথ দেবের রথ। এছাড়া নড়াইলের কালিয়া পৌরসভার পুরনো ভবনের পূর্বপাশে উদয় শংকর ও রবিশঙ্করের স্মৃতিবিজড়িত সৌন্দর্যমণ্ডিত দ্বিতল আদি বাড়ি রয়েছে। এখানে রয়েছে প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেনের মামাবাড়ির স্মৃতিও। প্রতিদিন অনেক মানুষ স্মৃতিবিজড়িত কালিয়া শহরকে একনজর দেখতে আসেন। শিশুদের জন্য পার্ক বা বিনোদন কেন্দ্র প্রসঙ্গে নড়াইলের কালিয়া মেয়র লিটন বলেন, একটি শিশুপার্ক প্রতিষ্ঠা করা খুবই প্রয়োজন, যা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, নড়াইলের কালিয়া পৌরসভার একজন খাদেম হিসেবে পৌরবাসীর খেদমত করে যাচ্ছি। সাফল্যের পাশাপাশি কিছুটা যে ব্যর্থতা আছে, এটা আমি অকপটে স্বীকার করতে দ্বিধা করব না।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…