শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অনুষ্ঠান সম্পর্কে অবহিত করা হয়নি সাংবাদিকদের

ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। বিদ্যুত সংযোগ নিতে এখন আর কোন দালাল ধরে মাসের পর মাস ধর্ণা দিতে হয় না, যথার্থ আবেদনের মাধ্যমেই বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে।

রবিবার দুপুরের দিকে কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেঁড়াগাছি, কাকডাঙ্গা, চারাবাড়ী গ্রামের ৮.৭৯ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ঘোষনা করা হয়। এ সংযোগের মাধ্যমে তিন গ্রামের ৭০২ জন নতুন করে বিদ্যুৎ এর অালোয় অালোকিত হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু।

সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাইফুল্যাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রসহ ইউপি সচিব ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে, অনুরূপভাবে উপজেলার সাতপোতা, হুলহুলিয়া, বেড়বাড়ি গ্রামে মোট ৯ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার কেরালকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান সম্পর্কে অবহিত করা হয়নি কলারোয়ার সাংবাদিকদের:

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

কেঁড়াগাছির প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত সংযোগের মতো রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে আগে কিংবা পরে কলারোয়ার সাংবাদিকদের জানানো হয়নি, অবহিত করা হয়নি কিংবা আমন্ত্রনও করা হয়নি। নূন্যতম সৌজন্যতাও দেখাননি অনুষ্ঠানের আয়োজকরা। যে অনুষ্ঠানে মাননীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যানসহ পল্লী বিদ্যুতের পদস্থ কর্মকর্তারাসহ অন্যরা আমন্ত্রিত সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আমন্ত্রন কিংবা খবর সংবাদকর্মীদের জানানো হয়নি আগে থেকে। যেটা আয়োজকদের দায়িত্ব-কর্তব্যের মধ্যেও পড়ে, কারণ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনসাধারণকে জানানো নৈতিক দায়িত্ব।

সুইচ টিপে বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হচ্ছে।

এছাড়াও সরকার যখন বলছেন যে- ‘উন্নয়নমূলক কর্মকান্ডগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে’,, ঠিক তখন রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধণী অনুষ্ঠানের খবর সংবাদকর্মীদের জানানো হয়নি। এ অনুষ্ঠান সম্পর্কে আগে থেকে কিংবা পরে কোন রকম অবহিত করা হয়নি সাংবাদিকদের যারা বিভিন্ন মিডিয়ায় প্রকাশের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে মূখ্য সহায়ক ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানের আয়োজকদের আচরণ সত্যি প্রশ্নিবিদ্ধ। যদিও হঠাৎ খবর শুনে কলারোয়া থেকে একজন মাত্র সাংবাদিক সেখানে যান। এছাড়া কলারোয়ার কোন সাংবাদিক সেখানে যেতে পারেননি সংবাদ না পাওয়ায়। – এমনটাই অনেকের কাছ থেকে শুনে জানা গেছে।

প্রত্যন্ত অঞ্চলের অন্যান্য ঘটনা জানার মতোই ওই অনুষ্ঠানে উপস্থিত এক শিক্ষকের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের খবর পাওয়া যায়। তার উদ্ধৃতিতেই মূলত ওই অনুষ্ঠানের খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশের উদ্যোগ নেয়া হয়।

অনুষ্ঠানের উপস্থিতি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা