মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

খুলনা-বেনাপোল কমিউটার ট্রেনে টিটিই’দের বিরুদ্ধ টাকা নেয়ার অভিযোগ

খুলনা-বেনাপোল রুটের কমিউটার ট্রেনে দায়িত্ব প্রাপ্ত টিটিই (ভ্রাম্যমান পরিদর্শক)দের বিরুদ্ধে যাত্রীদের নিকট হতে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিদিন এই রুটে দু’বারে হাজার টাকা আদায় করছে তার।

শুক্রবার খুলনা রেলষ্টেশন থেকে বেলা ১২ টার পর বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা কমিউটার ট্রেনে কর্তব্যরত টিটিই দৌলতপুর রেলষ্টেশন পার হওয়ার পর থেকে যাত্রীদের টিকিট তল্লাশীর শুরু করেন।

যাত্রীদের অভিযোগ- সাদা পোশাকে তিনি ট্রেনের সিটে বসে থাকা যাত্রীদের কাছে টিকিট তল্লাশীর নামে বিনা রশীদে ভাড়া আদায় শুরু করেন।অনেক যাত্রীর টিকিট না থাকায় গন্তব্যপথ অনুযায়ী টাকা নিচ্ছে টিটি ঠিকই কিন্তু রশীদ ছাড়া।
দৌলতপুর ষ্টেশন থেকে ওঠা এক গৃহবধূ যশোর ষ্টেশনে আসার কথা জানালে তার কাছে ৩০ টাকা দাবি করে। উক্ত গৃহবধূ দায়িত্বরত টিটিই’র কাছে ১শ’ টাকার নোট দিলে তিনি খুচরা না থাকায় পরে দেওয়ার কথা বলে। উক্ত ট্রেন নওয়াপাড়া ষ্টেশন পার হওয়ার পর ১শ’ টাকা দেওয়া গৃহবধূ টিটিই’র কাছে টাকা ফেরত চাইলে সে সময় ৬০ টাকা দেয়। বাকী ১৫ টাকা পরে দেওয়ার কথা বলে। এক পর্যায় সিঙ্গিয়া রেলষ্টেশন পার হয়ে যমোর রেলষ্টেশন এলাকায় কমিউটার ট্রেন এসে থামে।
তবে টাকা গ্রহনকারী টিটিই ওই বগি থেকে কৌশলে অন্য বগিতে চলে যায়। গৃহবধূ বাকী টাকা ফেরত পাইনি।

ওই ট্রেনের যাত্রীরা অভিযোগ করেন- কমিউটার ট্রেনে কর্তব্যরত টিটিই যাত্রীদের টিকিট তল্লাশীর নামে হাতে থাকা বইতে লেখাপড়া করলেও যাত্রীদের কাছে কোন রশিদ দেয়না। তাছাড়া, অনেক সময় টিটিই হাতে থাকা রশিদ বইতে কোন না লিখে টাকা তার পকেটে রাখে।

সূত্রগুলো আরো জানিয়েছেন- টিটিই’র সাথে চোরাচালানীদের রয়েছে সখ্যতা। চোরাচালানীরা কমিউটার ট্রেনের চালক ও টিটিইর সাথে সখ্যতা রেখে খুলনা বেনাপোল রুটে যেখানে সেখানে চোরাচালানীদের সুবিধার জন্য ট্রেন থামিয়ে দেয়। যার ফলে উক্ত কমিউটারে ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা পড়েন দারুন সমস্যায়। টিটিই ও চোরাচালীদের পণ্য বোঝাইয়ের কবলে পড়ে যাত্রীরা নাজেহালের শিকার হন। আসলে বেনাপোল কমিউটার ট্রেন ভারতীয় পন্য আনা নেওয়ার জন্য না যাত্রীদের সুবিধার জন্য এমন প্রশ্ন তুলেছে প্রতিদিন যাতায়াতকারী নারী পুরুষ যাত্রীরা।

এ অবস্থা থেকে মুক্তি পেতে রেল মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের মহা পরিচালকের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী