রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ক্রীড়া সংগঠক ডেবিটের পিতার মৃত্যুতে কলারোয়ার বিভিন্ন সংগঠনের শোক

সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ ও জেলা কোয়ালিফাইড আম্পায়ার আল আমিন কবির ডেভিটের পিতা সাবেক এমএলএ এম বদরুদ্দোজা চৌধুরীর মূত্যুতে শোক জানিয়ে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেছেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থা, পাবলিক ইন্সটিটিউট, কলারোয়া নিউজ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’, তুলশীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও ক্রীড়া সংগঠকরা।

শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন- কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রমজান আহম্মেদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মীর রফিকুল ইসলাম (মীর), আব্দুল ওহাব মামুন, আম্পায়ার মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র সদস্য সচিব মিজানুর রহমান, তুলশীডাঙ্গা ক্রিকেট ক্লাবের বাবলু, বাপ্পী, কলারোয়া নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সিনিয়র বার্তা সম্পাদক সুজাউল হক, বার্তা সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, সহ.সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, ইমানুর রহমান, ক্রীড়া রিপোর্টার হাবিবুর রহমান রনি প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলার আশাশুনির সাবেক এমএলএ বদরুদ্দোজা চৌধুরী (বিডি চৌধুরী) রবিবার (১৭ফেব্রুয়ারী, ২০১৯) দুপুর দেড়টার দিকে পুরাতন সাতক্ষীরাস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্না..রাজিউন)। তিনি ক্যান্সারসহ বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০বছর। মৃতান্তে তিনি ৪পুত্র ও ২কন্যা রেখে গেছেন। সোমবার বাদ জোহার পুরাতন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পুরাতন সাতক্ষীরার মায়ের বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার গ্রামের বাড়ি আশাশুনির শ্রীউলা।

প্রসঙ্গত, বদরুদ্দোজা চৌধুরী ওরফে বদর চৌধুরী (বিডি চৌধুরী) ১৯৬৫সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রাদেশিক সরকারের অধীনে তৎকালীন খুলনা জেলার আশাশুনি, পাইকগাছা ও কয়রা থানার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমএলএ নির্বাচিত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আশাশুনি থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হন। ১৯৭৯সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৩ আসনে সংসদ নির্বাচনে অংশ গ্রহন করে মুসলিমলীগের প্রার্থী এডভোকেট আছাফুর রহমানের বিপরীতে ৫’শ ভোটে পরাজিত হন। তিনি আশাশুনির শ্রীউলা ইউনিয়ন পরিষদের ২বার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি শ্রীউলা হাইস্কুল, জিয়া পার্ক, পাইকগাছা ডিগ্রি কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

তার পুত্র আল আমিন কবির ডেভিট সাতক্ষীরা জেলার প্রথম ক্রিকেটার হিসেবে ৮০’র দশকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলা করেন। তিনি ২০১৮-১৯ মৌসুমে ইয়াং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরার ভেন্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!