মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কোলকাতায় সাকিবের ভবিষ্যত কী?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে এক বিশাল বড় উৎসব হতে চলেছে। এবারের আয়োজনে প্রচুর সংখ্যক ক্রিকেটারকে নিলামে তোলা হবে। প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নজর ছিল গোয়ায়। জানুয়ারির প্রথম সপ্তাহে এই নিলামের আয়োজন করার সম্ভাবনা ছিল। তবে বোর্ড এই ব্যাপারে ফের চিন্তা ভাবনা করতে বাধ্য হয়, কারণ সেই সময় গোয়ায় ইংরেজি নববর্ষের কারণে প্রচুর ভীড় হবার সম্ভবনা থাকে। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছাড়াও, ভারতের বিভিন্ন জায়গা থেকেও বহু মানুষ সেই সময় গোয়ায় ছুটি কাটাতে যোগ দেয়। এই মেগা অনুষ্ঠানের জন্য এবার গেলো বারের ভেন্যু বেঙ্গলুর ওপরই ভরসা করা হয়েছে। আগামী জানুয়ারির ২৭ এবং ২৮ তারিখ দুইদিন ধরে চলবে আইপিএলের একাদশতম আসরের নিলাম।

তবে ২০১৮ সালের আয়োজনের নিলাম কোথায় হবে সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় খবর হচ্ছে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে চেন্নাই সুপার কিং এবং রাজস্থান রয়্যাল। দুই বছরের নির্বাসন কাটিয়ে ফিরে আসা দল দুটিসহ মোট আটটি দল এতে অংশ নেবে।

রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড কোটায় পাঁচজন করে ক্রিকেটারকে রেখে দিতে পারবেন ফ্র্যাঞ্চাইজিরা। আর এই এই আরটিএমের আওতায় বাধ্যতমূলকভাবে প্রি-অ্যাকশন কোটায় তিনজন ক্রিকেটার রেখে দেয়ার বাধ্যবাধকতা এমনিতেই থাকছে। কারণ, শেষ মূহুর্তে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের মত বদল করতেই পারে।

তাই প্রশ্ন উঠছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলা সাকিব আল হাসানকে নিয়ে। আইপিএল গভর্নিং বডির নতুন প্লেয়ার রিটেনশন পলিসির কারণে তাকে ছেড়ে দিতে পারে কেকেআর। তবে নিলামে তাকে আবার কেনার সুযোগ থাকছে কেকেআরের।

আর এ নিয়মের কারেণে সব দলগুলোই নতুনভাবে ফের তাদের হোমওয়ার্ক ভালো করে কষে নিয়ে এই নিলামে অংশ নেবে। একটি দল সর্বোচ্চ পাঁচজন করে প্লেয়ার রিটেন করতে পারবে নিলামের আগে এবং সেই সঙ্গে তারা অকশন চলাকালীনই আরটিএমও করতে পারবে।

কিছু দল আইপিএল ২০১৮ এর নিলামে হয়ত কোনো রিটেনশনই না করে নতুন করে দল গঠন করে এগিয়ে যাবার চেষ্টা করবে। কিন্তু তা হবার নয়। রিটেনশনের ক্ষেত্রে ফ্রেঞ্চাইজিগুলোকে বুদ্ধির পরিচয় দিতে হবে কারণ তাদের বাজেট মাত্র ৮০ কোটি টাকা, এবং অকশনের আগে প্লেয়ার রিটেন করা তাদের পকেটে টান ধরাতে পারে।

এখানে বলে রাখা ভালো, পাঁচ ক্রিকেটারকে বাছতে গিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো কি করে তা নিয়ে এখন নানা মহলে আগ্রহ সৃষ্টি হয়েছে। কারণ, পাঁচ ক্রিকেটার না বাছলেও আরটিএমের আওতায় তিন ক্রিকেটার কোটা বাধ্যতমূলকভাবে এমনিতেই থাকছে।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বেশি সংখ্যক ক্যাপড প্লেয়ার এই নিলামে অংশ নেবেন তাই এই এই নিলাম বিশাল হতে চলেছে, যা জানুয়ারির ২৭ এবং ২৮ তারিখ ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে। যেহেতু ব্যাঙ্গালুরুতে আগের সব নিলামগুলই অনুষ্ঠিত হয়েছিল তাই এই জায়গাই ফ্রেঞ্চাইজিগুলোর পছন্দ হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!