মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কোরবানির জন্য ভারতীয় গরু আমদানির প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, “বাংলাদেশ এখন গবাদিপশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ঈদে গবাদিপশুর চাহিদা পূরণে ভারত থেকে গরু আমদানির প্রয়োজন নেই।
বাইরে থেকে গরু আসলে দেশীয় উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। ”

রবিবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “আজ চামড়া ব্যবসায়ীদের সাথে আমার সভা ছিলো। সেখানে আমাদের চাহিদার থেকে বেশি গবাদিপশু রয়েছে বলে জেনেছি। তাই আমদানির প্রয়োজন নেই। সভায় চামড়ার দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ” মন্ত্রী আরও বলেন, “সাভারে ৭০ টির মতো ট্যানারী কারখানা পূর্ণ উদ্যোমে কাজ শুরু করেছে। এ মাসের মধ্যে হয়তো এ সংখ্যা একশোতে উন্নীত হবে। তাই কোনও সংকট হবে না। ”

বন্যার কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সম্পর্কে মন্ত্রী বলেন, “চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়ায় দুই-একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছিলো। পেয়াজের দাম কমতে শুরু করেছে। চালের দাম বেড়েছিল। শুল্ক বাতিল করায় চাল আমদানি অব্যাহত রয়েছে। ফলে দাম স্বাভাবিক হতে শুরু করেছে। শেখ হাসিনার শাসনামলে দ্রব্যমূল্যের দাম ক্রয়ক্ষমতার রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা সফলও হয়েছি। ”

এদিকে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বিচারপতি অভিশংসন সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে সংসদ ছোট হয়েছে, যা খুবই দু:খজনক। প্রধান বিচারপতিকে অভিশংসনের ক্ষমতা ভারত, নেপালসহ বিভিন্ন দেশে সংসদের রয়েছে কিন্তু এখানে তা বাতিল করা হয়েছে। ”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংসদ নজরুল ইসলাম বাবু, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক মনজুরুল হক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী