বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় সারাদেশে ২য়

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের সকল স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সেরা দ্বিতীয় হিসাবে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৭ অর্জন করেছে। কেশবপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনকে অভিন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, স্বাস্থ্য সেবায় গতি-শীলতা আনতে স্বাস্থ্যসেবা, ঔষধ পত্র, যন্ত্রপাতি ও প্রযুক্তি, স্বাস্থ্যকর্মী, অর্থায়ন, স্বাস্থ্য তথ্য ব্যবস্থা এবং নেতৃত্ব ও সুশাসনসহ ৬টি বিষয়ের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউ এইচও) সেবার মান যাচাইয়ের মাধ্যমে শ্রেষ্ঠত্ব নির্বাচন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঢাকার হোটেল লা মেরিডিয়ান-এ কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনের হাতে প্রধান অতিথি হিসাবে জাতীয় পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্বস্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডাঃ বারডন জং রানা ও এমআইএস-এর পরিচালক ডাঃ আশিষ কুমার সাহা।
এদিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় সারাদেশে ২য় হওয়ায় দক্ষ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনকে অভিনন্দন জানিয়েছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহ-সভাপতি কৃষ্ণ পদ দাস, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদক মিলন দে, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু, কোষাধ্যক্ষ উজ্জ্বল অধিকারী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম অপু, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বসু, সমাজকল্যাণ সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, নির্বাহী সদস্য উদয় শংকর সিংহ, শফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন, শংকর দত্ত, কে.এম মিজানুর রহমান, হারুনার রশীদ বুলবুল, আতিয়ার রহমান, অলোক বসু বাপী, জাকির হোসেন সবুজ, রাজিয়া লাকি, আবু হাসান প্রমুখ।

কেশবপুরের টিটাবাজিতপুরে শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর এম.কে.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শনিবার দুপুরে শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান শিক্ষক কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সোকানুর, বাবুর আলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রবিউল ইসলাম, ছাত্রীদের মা-দের মধ্য থেকে ছবুরোননেছা বেগম, ময়না বেগম, ছাত্রী লাবণ্য, সুরাইয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রী সুমাইয়া ও মরিয়াম।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী