মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে ৯৭২ বাড়িতে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইসমাত আরা

যশোরের কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডসহ ৩টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে কেশবপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় ৯৭২ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।
পৌরসভার ভোগতি নরেন্দ্রপুর ওয়ার্ডের বায়সা মোড়ে এক অনুষ্ঠানে তিনি সুইচ টিপে পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ভাল্লুকঘর, বিষ্ণুপুর ও চাঁদড়া গ্রামে ওই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সচিব মোতাহার হোসাইন প্রমুখ।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার ছিদ্দিকুর রহমান বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ভাল্লুকঘর, বিষ্ণুপুর ও চাঁদড়া গ্রামে ৯৭২ জন গ্রাহকের নতুন বিদ্যুৎ সংযোগ দিতে ৫ কোটি, ১০ লাখ, ৭ হাজার ৫০ টাকা ব্যয়ে ৩৭ দশমিক ৭৮৩ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি উপজেলার জাহানপুর দাসপাড়ায় এবং বেগমপুর-কড়িয়াখালি গ্রামে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, আওয়ামী লীগনেতা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

কেশবপুরে সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান
দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান এবং কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদকের নামে ঠিকাদারী প্রতিষ্ঠান তানিয়া এন্টারপ্রাইজ এর মালিক আব্দুল মতিন কর্তৃক আদালতে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবীতে নাগরিক সম্পজের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যশোর জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের কেশবপুরের আহ্বায়ক এ্যাড. আবু বকর দিদ্দিকী, সদস্য সচিব আজিজুর রহমান, মফিজুর রহমান নান্নু, স্বপন কুমার মন্ডল, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত প্রমুখ।

কেশবপুরে কাউন্সিলর বিপুল সিদ্দিকীর পিতার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলের পিতা সমাজসেবক ও ক্রীড়াবিদ শেখ আবু বক্কর সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গায় নিজ বাড়িতে পালিত হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুস সাত্তার।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী