বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা উদ্বোধন

যশোরের কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পৌর এলাকায় পুনর্বাসনে ইউ জি আই আই পি-থ্রি প্রকল্পের আওতায় নির্মিত ৩ টি আরসিসি রাস্তা উদ্ধোধন করা হয়েছে।
পৌর মেয়র রফিকুল ইসলামে মোড়লের সভাপতিত্বে রোববার সকালে প্রধান অতিথি হিসাবে পৌর এলাকায় রাস্তা ৩টির উদ্ধোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।
রাস্তা ৩টি হচ্ছে কেশবপুর পৌরসভার শাহাপাড়ার বুদ্ধদেবের বাড়ি হতে আজিজ প্রফেসরের বাড়ি পর্যন্ত ৩৭৫ মিটার, শহরের অনন্ত সড়ক গেট হতে ত্রিমোহিনী রোড পর্যন্ত ৫৭০ মিটার এবং শহরের গোলাঘাটা মোড় হতে আলতাপোল মেজে কোদার মোড় পর্যন্ত ৩৩৫ মিটিার রাস্তা।
এতে ব্যয় করা হয়েছে ১কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, থানার ওসি এস এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, পৌর সভার সচিব হারেছ উদ্দীন, নির্বাহী প্রকৌশলী ইমামূল হক, প্রকৌশলী উত্তম মজুমদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, আফজাল হোসেন বাবু, মনিরা খানম, মেহেরুন নেসা মেরী প্রমুখ।

কেশবপুরে সেকায়েপ প্রকল্পের শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন
যশোরের কেশবপুরে সেকায়েপ প্রকল্পের শিক্ষকদের চাকুরী স্থায়ী করণের দাবীতে রবিবার দুপুরে শহরের মেইন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা এসিটি এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান শাহিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মৃত্যুঞ্জয় হালদার, সাধারণ সম্পাদক এস কে এম রাশেদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কানাই সাহা, সাংগঠনিক সম্পাদক গাজী ইমরান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাপ্পী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক তন্ময় ধর, সমন্বয়কারী আজাহারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী কুন্ডু প্রমুখ। শিক্ষকের দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত। উল্লেখ্য ২০১৫ সালে সেকায়েপ প্রকল্পের আওতায় সারা দেশে ৬ হাজার শ্রেণী শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। যাদের চাকুরীর মেয়াদ ৩১-১২-২০১৭ তারিখে শেষ হবে। ইতিমধ্যে অধিকাংশ শিক্ষকদের সরকারী চাকুরী সহ অন্যান্য চাকুরীতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে গেছে। যার কারণে উক্ত ৬ হাজার শিক্ষকদের পরবর্তী প্রোগ্রামে অর্ন্তভুক্তি অথবা চাকুরী স্থায়ীকরণের জন্য সরকারের প্রতি শিক্ষকদের পক্ষ থেকে জোর দাবী জানানো হয়েছে।

কেশবপুরের সুজাপুরে আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। একমাত্র নৌকা তথা আওয়ামী লীগ সরকার ক্ষতমায় আসলেই দেশে উন্নয়ন হয়। তিনি আরো বলেন বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ আবার ৪০ বছর পিছিয়ে যাবে। রবিবার দুপুরে কেশবপুর সদর ইউনিয়নের সুজাপুর দাস পাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগনেতা আফছার উদ্দীন গাজীর সভাপতিতেও সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউপি সদস্য কামরুজ্জামান কামালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, থানার ওসি এস এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সদর ইউপি সদস্য মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগনেতা দীপক মুখার্জী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী