বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

২৪ ঘন্টার আল্টিমেটাম যাত্রীদের

কাস্টমস-পুলিশের সংঘর্ষ : বেনাপোল বন্দর অচল করার হুমকি

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস কর্তৃক পাসপোর্ট যাত্রীর নিকট অবৈধ ঘুষ চাওয়াকে কেন্দ্র করে পুলিশ ও কাস্টমস সদস্যদের সংঘর্ষের রেশ কিছুতেই কাটছে না। কে কাকে ঘায়েল করবে তা নিয়ে পৃথকভাবে দফায় দফায় বৈঠক, আলোচনা, র‌্যালী ও প্রতিবাদ সভা করছে পুলিশ ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারিরা। সাথে, উক্ত ঘটনার ভিকটিম পাসপোর্ট যাত্রীদ্বয় অভিযোগের আঙ্গুল তুলে বলেছেন কাস্টমস কর্মকর্তারা তাদের সাথে থাকা ল্যাগেজ ছাড় দেওয়ার জন্য ৫ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। যা বেনাপোল পোর্ট থানায় লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে। তারিখ-২০.১২.২০১৭।

বেনাপোল পোর্ট থানা অভ্যন্তরে যাত্রীদ্বয় অভিযোগ করে বলেন, কয়েক দিন বাদে তাদের মধ্যে একজনের বিয়ের দিন নির্ধারণ থাকায় ভারত থেকে কিছু পণ্য সামগ্রী কেনাকাটা করে গত বুধবার বিকেলে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরছিল। পাসপোর্টে ইমিগ্রেশনের কার্যাদি শেষে কাস্টমসের চেকপোস্ট দিয়ে বের হওয়ার সময় পথ গতিরোধ করেন কাস্টমস সদস্যরা। বলেন, আপনাদের কাছে কয়েকটি ল্যাগেজ আছে যা চেক না করার জন্য আমাদেরকে ৫ হাজার টাকা দিতে হবে। নইলে পণ্যগুলো ডিএম(ডিমান্ড মানি) করা হবে। অনেক অনুরোধ করেও ছাড় না পাওয়ায় ইমিগ্রেশন ওসি’র কাছে অভিযোগ করি। পরে, তিনি কাস্টমস কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় অনেক অনাকাঙ্খিত ঘটনা ঘটে। পরে ইমিগ্রেশন পুলিশের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে পুলিশ ও কাস্টমস সদস্যের তর্কাতর্কির এক পর্যায়ে দু’গ্রুপে সংঘর্ষের সৃষ্টি হয়। অবশেষে তাদের সকল পণ্য সামগ্রী ডিএম করেন কাস্টমস কর্তৃপক্ষ। যা অমানবিক বলে অভিযোগ তাদের।

অপরদিকে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে এক র‌্যালী নিয়ে ইমিগ্রেশন কাস্টমস ঘুরে কাস্টমস হাউসের ভিতর অবস্থান নেয় কাস্টমস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন(খুকাএভ)’র সদস্যরা। পরে কাস্টমস হাউস গেট অভ্যন্তরে এক প্রতিবাদ সভা করেন।

এ সময় কাস্টমস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন(খুকাএভ)’র সভাপতি ও বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বাঙ্গালী বলেন, ইমিগ্রেশন পুলিশ দুই পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ জোর করে কাস্টমস তল্লাশী কেন্দ্র পার করার চেষ্টা করলে সহকারী রাজস্ব কর্মকর্তারা বাধা দেয়। এ সময় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের উপর অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে পোর্ট থানা পুলিশ এসে অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে লাঞ্চিত করে। তাতে উক্ত প্রতিবাদ সভায় তিনি হামলাকারি পুলিশ সদস্যদের বরখাস্তের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। উক্ত সময়ের মধ্যে দোষী পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করা না হলে দেশের সকল কাস্টমস এলাকায় কালোব্যাজ ধারণ, কর্ম বিরতি ও আমদানী-রপ্তানি বানিজ্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এ কর্মকর্তা।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন(ওসি) ওমর শরীফ বলেন, কাস্টমস সদস্যরা পুলিশ বিরুদ্ধে যে অভিযোগ এনে কর্মবিরতি, প্রতিবাদ সভা বা র‌্যালী করেছে তা সঠিক হয়নি। ঘটনাটি যে স্থানে ঘটেছে সে জায়গাটি সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতাভুক্ত। যা অনুসন্ধান করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। এছাড়া তারা বারংবার কর্মবিরতি করায় ৪/৫ শ পাসপোর্ট যাত্রী ভারতে যেতে পারেননি। তদ্রুপ ভারত থেকেও ৪/৫’শ পাসপোর্ট যাত্রী বাংলাদেশে আসতে পারেনি। এতে সরকারের যেমন রাজস্ব ঘাটতি হয়েছে তেমনি শিশু সন্তানদের নিয়ে বিড়ম্বনায় পড়েছে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা।

এদিকে, বৃহস্পতিবার সকালে ভারত থেকে ফিরে আসা আরো এক পাসপোর্ট যাত্রী এসকে জাহিদ ফারুখ কাস্টমসের ঘুষ বাণিজ্যের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেছেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ডামোদার কাঠি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

অভিযোগকারি এসকে জাহিদ ফারুখ বলেন, তিনি রাষ্ট্রীয় কাজে ভারতে গিয়েছিলেন। কর্মশেষে দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমস চেকপোস্ট পার হওয়ার সময় তাকে তল্লাশী করে কাস্টমস সদস্যরা। এসময় ছোট্র একটি ব্যাগের ভিতর প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও তার কাছে ১/২’শ টাকা ঘুষ দাবি করেন দ্বায়িত্বরত কাস্টমস সদস্যরা। দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হেনস্থা করা হয়। যে কারণে কয়েক জনের নাম উল্লেখ করে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্য(ওসি) অপূর্ব হাসান বলেন, আর্ন্তজাতিক চেকপোস্ট কাস্টমসে কাস্টমস কর্তৃক পাসপোর্ট যাত্রীরা অহেতুক হয়রানীর সিকার হওয়াটা খুবই দুঃখ জনক। যা প্রতিনিয়িত ঘটায় বেনাপোল পথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যাত্রীরা।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী