কালিগঞ্জ মুক্তিযোদ্ধা ইকো পার্কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের কাঁকশিয়ালী ও যমুনা নদীর অববাহিকায় বিধস্ত পলিতটে সোহরাওয়ার্দী পার্ক সংলগ্ম নদীর তীরে সুন্দর ও মনোমুদ্ধকর পরিবেশে মুক্তিযোদ্ধা ইকো পার্ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, ২০১৭ সালের মাঝমাঝি সময় ইনোভিশন আইডিয়া থেকে সকল শ্রেনী পেশার মানুষের আনন্দ বিনেদন, সময় কাটানোর কথা চিন্তা করে মুত্তিযোদ্ধা ইকো পার্কের পরিকল্পনা করেন কালিগঞ্জের সু-যোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান। তৎকালিন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিনের পৃষ্ট পোষকতায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনজুর সার্বিক সহযোগিতায় মুত্তিযোদ্ধা ইকো পার্কের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্ক নির্মানের পরিকল্পনার কথা উল্লেখ করে এ প্রতিনিধিকে বলেন, এলাকার মানুষ ভোরে পার্কে এসে মনিংওয়ার্ক করতে পারবে। পার্কের মধ্যে দিয়ে রাস্তা নির্মানের কাজ চলছে। বিকেলে অথবা সন্ধ্যায় পার্কের মধ্যে ঘোরাফেরা সহ বসে সময় কাটাতে পারবে। পার্কের মধ্যে বসার জন্য গোল চত্ত¡র ও ছাতা নির্মান করা হচ্ছে। যেখানে বসে নদীর হাওয়া ও প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে সবাই। সকল বয়সীদের জন্য কাঁকশিয়ালী নদীতে নৌকা ভ্রমনের জন্য ব্যবস্থা রাখা হবে। রাতের বেলায়ও পার্কের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে সর্বক্ষণ লাইটিংয়ের ব্যবস্থা থাকবে। পার্কের পাশে নদীতে নামার পাঁকা সিড়ি থাকবে এবং অল্প খরচে নৌকা ভ্রমন উপভোগ করতে পারবে সাধারণ মানুষ। এছাড়া পার্কের মধ্যেই ক্যান্টিনের ব্যবস্থাসহ সকলের জন্য খাওয়ার ব্যবস্থা থাকবে। এই পার্কটি হবে উপজেলার সৌন্দর্য্য বর্দ্ধন ও বিনোদন কেন্দ্রের একটি মাত্র চমকপ্রদন স্থান। তিনি আরো জানান, পার্কের ভিতরের রাস্তা দিয়ে কাঁকশিয়ালী ব্রীজ পর্যন্ত মানুষ চলাচল করতে পাবরে। ফলে উপজেলা সদরের থানা, ডাক বাংলা, প্রেসক্লাব, নাজিগঞ্জ মোকাম, বিভিন্ন স্থানে যেতে পারবে। সোহরাওয়ার্দীয় পার্ক মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন, শহীদ মিনার, প্রেসক্লাব সংলগ্ম মুক্তিযোদ্ধা ইকো পার্কটির পূনাঙ্গ রুপ নিলে কালিগঞ্জ উপজেলার সৌন্দর্য অনেক গুন বৃদ্ধি পাবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন