রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কার্পেটিং ধসে দুর্ভোগের শেষ নেই কলারোয়া থেকে চান্দুড়িয়া রাস্তায়

দুর্ভোগের যেন শেষ নেই। আর কতকাল আমাদের এ দুর্ভোগ পোহাতে হবে?- এমনই মন্তব্য করলেন কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বাসী।

কলারোয়া উপজেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততম রাস্তা কলারোয়া থেকে চন্দনপুর কলেজ মোড় (গয়ড়া) হয়ে সীমান্তবর্তী চান্দুড়িয়া পর্যন্ত রাস্তা। ১৭ কিলোমিটারের এ কার্পেটিং রাস্তার বিভিন্ন স্থানে পিচ-খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে।

কলারোয়া থেকে চান্দুড়িয়া পর্যন্ত যেতে প্রথমেই যশোর-সাতক্ষীরা মহসড়ক থেকে হাসপাতাল রোড হয়ে লোহাকুড়ার কানিপাড়ায় পর্যন্ত পৌরসভাধীন এ রাস্তার করুন দৈন্য দশা। যদিও যত্রতত্র সেখানে সংষ্কার ইতোমধ্যে চোখে পড়ছে। এরপর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এলাকার রাস্তা যেন মরনফাঁদ। সেখান থেকে পেরিয়ে দমদম এলাকার নজরুল সাহেবের ভাটা এলাকা থেকে শুরু করে সোনাবাড়িয়া হয়ে চন্দনপুর কলেজ মোড় পর্যন্ত এখানে সেখানে ভাঙ্গাচুড়া তো আছেই। পথিমধ্যে বিক্রমপুর দো’পুল এলাকার প্রায় ১’শ গজের মতো রাস্তার অর্ধেক ভেঙ্গে বিলিন হয়েছে। এরপর ভয়াবহ চিত্র চন্দনপুর কলেজ মোড় থেকে চান্দুড়িয়া পর্যন্ত রাস্তাটির। সেখান থেকে প্রায় ৩কি.মির ওই রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া মুস্কিল। এমন-ই ভাঙ্গাচোড়া যেন হেটে গেলেও পড়ে যেতে হবে।

প্রতিদিন এ ব্যস্ততম রাস্তাটি দিয়ে চলাচল করে হাজারো মানুষ। কলারোয়া থেকে সোনাবাড়িয়ার বিভিন্ন জনগুরুত্বপূর্ণতা পেরিয়ে চন্দনপুর কলেজ, চন্দনপুর ইউনিয়ন পরিষদ, চন্দনপুর হাইস্কুল, গয়ড়া বাজার, চান্দুড়িয়া বাজার, চান্দুুড়িয়া বিজিবি ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানে প্রয়োজনের তাগিদে মানুষকে প্রতিনিয়ত যেতে হয়।

ভঙ্গুর রাস্তার কারণে শিক্ষক-শিক্ষার্থী পড়েছে চরম বিপাকে।

ওই অঞ্চলে আমের বাগান, কুমড়া চাষ, ধান, পাট, পটল চাষসহ বিভিন্ন ফসল ও সবজির চাষ হয় অন্যতম ভাবে অন্য এলাকার চেয়ে বেশি। এ কারণে প্রতিদিন ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

চন্দনপুর থেকে চান্দুড়িয়া সড়কের একটি স্থানের খন্ড চিত্র।

কলারোয়া থেকে চান্দুড়িয়া সড়ক পর্যন্ত এ রাস্তার পাশেই রয়েছে ৫টি ইটভাটা। সেখানে প্রতিদিন মাটি ও ইট নেয়া-দেয়ার ক্ষেত্রে রাস্তার উপর চাপ বাড়ছে। ইট ভাটা এলাকায় এ কার্পেটিং রাস্তায় কাদা জমে রাস্তা যেমন নষ্ট হচ্ছে তেমনি দূর্ঘটনাও ঘটছে।

এছাড়া বিগত দিনে এ অঞ্চলের কয়েকটি গরুর খাটালকে ঘিরে প্রতিদিন ৬০/৭০টি গরু ভর্তি ট্রাক যাতায়াত করতো। ফলে রাস্তার বেহলা দশাকে গলা টিপে মৃত প্রায় করে তুলেলি।

পাশাপাশি পটল-কুমড়ার হাটকে কেন্দ্র করেও সপ্তাহে কয়েকদিন বহু ট্রাক এ রাস্তা দিয়ে চলাচল করে।

এ অঞ্চলের বিভিন্ন উৎস থেকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব আহরণ হলেও কার্যকর সংস্কারের অভাবে জনসাধান দূভোগ পোহাতে হচ্ছে। গত বছর ও কয়েক মাস আগে যত্রতত্র ও যেততেন ভাবে কিছুটা সংষ্কার করা হলেও তা সামান্য বৃষ্টিতে নষ্ট হওয়ার উপক্রম।

এসব যেন দেখার যেন কেউ নেই।

সরেজমিনে দেখা গেছে- চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড় হতে মাত্র ৩ কিলোমিটার দুরত্ব চান্দুড়িয়া বাজার রাস্তাটি কার্পেটিং ধস নেমে দীর্ঘদিন ধরে মরণফাঁদে পরিণত হয়ে রয়েছে। ঝুঁকিপূর্ণ ভাবে শিশু থেকে বৃদ্ধ এবং সাইকেল-মটরসাইকেলসহ অন্যান্য যান্ত্রিক যানবাহন চলাচল করে এ রাস্তা দিয়ে।
বৃষ্টির পানি নামতেই ভাঙ্গনের ফলে আরো নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয় পথচারীদের।

দীর্ঘদিন যাবৎ চন্দনপুর কলেজ মোড় থেকে চান্দুড়িয়া পর্যন্ত রাস্তাটি জরাজীর্ণ হয়ে থাকলেও সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোনো নজর আসেনি।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান- রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। একটু বৃষ্টি হলেই জনসাধারন এই রাস্তা দিয়ে চলাচল করতে পরছেনা।

এ রাস্তা মেরামতের জন্য উপজেলা এলজিইডি কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা