মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মিঠু-রহিম পরিষদের জয়লাভ, দিনভর উল্লাস

কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মিঠু-রহিম পরিষদ জয়লাভ করেছে।

বিজয়ের পর রবিবার দিনভর রহিম-মিঠু পরিষদের নেতৃবৃন্দ সাধারণ শ্রমিকদের সাথে শুভেচ্ছা সাক্ষাত ও কুশল বিনিময় করেন। শুভেচ্ছায় সিক্ত হন বিজয়ীরাও। দিনভর উল্লাসে মেতে ওঠেন বিজয়ী নেতৃবৃন্দ ও তাদের সমর্থকরা।

এর আগে শনিবার তুলশীডাঙ্গাস্থ ইউরেকা ফুয়েল পাম্পের পাশে অবস্থিত শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন করা হয়। শনিবার গভীররাতে ফলাফল ঘোষনা করা হয়।

এ নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায়- নির্বাচনে ১৩ পদের বিপরীতে ২টি প্যানেল থেকে ও স্বতন্ত্রভাবে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে মুঞ্জুরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম জয়লাভ করেন।

নির্বাহী কমিটির ১৩টি পদের বিপরীতে মিঠু-রহিম পরিষদ থেকে ১২জন এবং মজনু-রশীদ প্যানেল থেকে একজন প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির ঘোষনা অনুযায়ী- সভাপতি পদে মুঞ্জুরুল ইসলাম মিঠু চেয়ার প্রতীক নিয়ে ৪৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মজনুর রহমান ছাতা প্রতীক নিয়ে ৩৩৩ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম হরিণ প্রতীক নিয়ে ৪৭১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আব্দুর রশীদ ট্রাক প্রতীক নিয়ে ৩২৬ ভোট পান।

এছাড়া সহ.সভাপতি পদে মীর আব্দুল ওদুদ মন্টু গাভী প্রতীক নিয়ে ৩৭২ ভোট, শেখ শওকত আলী হাঁস প্রতীক নিয়ে ৪০৪ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোকতার আলী মাছ প্রতীক নিয়ে ৩৯৯ ভোট, সহ.সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম র‌্যাকেট প্রতীক নিয়ে ৩২৯ ভোট ও শহিদুল ইসলাম ঘুড়ি প্রতীক নিয়ে ৪০৭ ভোট (মজনুর-রশিদ পরিষদ), সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম মই প্রতীক নিয়ে ৪৫২ ভোট, কোষাধ্যক্ষ পদে শেখ শহিদুল ইসলাম ঘড়ি প্রতীক নিয়ে ৩০৩ ভোট, প্রচার সম্পাদক পদে খন্দকার ফারুক হোসেন মাইক প্রতীক নিয়ে ৪৫৭ ভোট, সড়ক সম্পাদক পদে হাসান আলী মোটসাইকেল প্রতীক নিয়ে ৪৩২ ভোট, দপ্তর সম্পাদক পদে লাল্টু হোসেন মোরগ প্রতীক নিয়ে ৪৮২ ভোট ও সদস্য পদে আবেদ আলী তালা প্রতীক নিয়ে ২৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন।

উল্লেখ্য, নব-নির্বাচিত সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম যথাক্রমে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও নেতৃত্ব দিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা