শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া পৌরসভায় বাজেট ঘোষণা ও ইফতার মাহফিল

সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে কলারোয়া পৌরসভার হলরুমে আয়োজিত ওই বাজেট ঘোষনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আকতারুল ইসলাম।

বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

সর্বমোট ১৬কোটি ৮১লক্ষ ৯০হাজার ৮শ’ ৮৩ টাকা ১০ পয়সার এ বাজেটে আয় ধরা হয়েছে রাজস্ব ১কোটি ৯৭লক্ষ ৮৩হাজার ৫শ২০ টাকা ৮৩পয়সা এবং উন্নয়ন আয় ১৪কোটি ৮৪লক্ষ ৭হাজার ৩শ’৬২ টাকা ৪৭ পয়সা।

বাজেটে উদ্বৃত্ত থাকার কথা ৮৩লক্ষ ১৩হাজার ৮শ’ ৮৩ টাকা ১০ পয়সা।

পৌর মেয়র আকতারুল ইসলাম বলেন- এ বাজেট উন্নয়নের বাজেট। এতে পৌরবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন- সুপেয় পানি, সড়ক উন্নয়নসহ সকল উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। তিনি সকল বিষয়ে পৌরবাসীর সহায়তা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

অনুষ্ঠানে উপস্থিতির একাংশ।

আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহা.আইয়ুব আলি, পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জাতীয় পার্টি নেতা এম মুনসুর আলি, সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, লুৎফুন্নেছা লুতু, সন্ধ্যা রানী বর্মণ, কাউন্সিলর শেখ জামিল হোসেন, মেজবাহউদ্দিন নিলু, মফিজুল হক, আকিমুদ্দিন আকি, আলফাজ উদ্দিন, প্রকৌশলী ওজিহার রহমান, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠুসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নাগরিকবৃন্দ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশেন শেষে পৌরসভার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা