শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া জুড়ে বই বিতরণ উৎসবে নতুন বছরে শান্তিপূর্ণ দেশ গড়ার আহবান লুৎফুল্লাহ এমপি’র

নতুন বছরে শান্তিপূর্ণ দেশ গড়ার আহবান জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
নতুন বছরের প্রথম দিনে কলারোয়ায় শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দিয়ে এ আহবান জানান তিনি। সোমবার সকালে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিকেএমকে পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে আয়োজিত ‘বই বিতরণ উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো এই সদস্য।

অনুষ্ঠানে মুস্তফা লুৎফুল্লাহ এমপি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন- ‘মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা-দারিদ্যমুক্ত অসম্প্রাদায়িক, উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। নতুনের আহবানে পুরাতন সব জঞ্জাল ধুয়ে-মুছে নতুন সূর্যের আলোয় আলোকিত হই আমরা।’

তিনি আরোও বলেন- ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীরা বছরের ১ম দিন বিনামূল্যে বই পাচ্ছে। সাক্ষরতার হার ৭২ শতাংশের বেশি হয়ে দেশের মানুষ সঠিক শিক্ষা ব্যবস্থা গ্রহন করেছে। মেধা দিয়ে আজ বাঙালি জাতি বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারছে। সেই জন্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের আগে উন্নত, সমৃদ্ধ দেশ।’

পৃথক ওই সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচ এম আরাফাত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেন, সহকারী শিক্ষা অফিসার তাপস পাল, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক শেখ মাহফুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা সম গোলাম সরোয়ার প্রমুখ। এসময় বিদ্যালয়গুলোর শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।

এদিকে, অনরূপভাবে কলারোয়া মডেল হাইস্কুল, ইকরা চাইল্ড ক্যাডেট একাডেমি, হেলাতলা হাইস্কুল, সিংগা হাইস্কুল, কলারোয়া বেত্রবতী হাইস্কুল, মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলসহ উপজেলার বিভিন্ন এলাকার স্কুলগুলোতে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

কলারোয়া আলিয়া মাদরাসায় পাঠ্য বই বিতরণ উৎসব
কলারোয়া আলিয়া মাদরাসায় ২০১৮ সালের নতুন পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মাদরাসার নিজস্ব হলরুমে এ উৎসব অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীর সভাপতিত্বে এ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, গোলাম রব্বানী, ব্যাংকার আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, ইমাম শেখ কামরুল ইসলাম, ফুল মিয়া, আব্দুল গফ্ফার, শেখ শাহাজাহান আলী শাহিনসহ সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান।

কলারোয়ার সিংগা হাইস্কুলে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে উল্লাসিত
কলারোয়ার বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব পালিত হয়েছে।
সোমবার সকালে স্কুল চত্ত্বরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল মাজেদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার আব্দুল গফ্ফার।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।
শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য ওসমান গণি, স্কুল পরিচালনা কমিটির সদস্য ডা. ফজলুর রহমান, জিবি সদস্য নূরুল আমিন, ফারুক হোসেন ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অভিভাবক আয়ুব হোসেন, ধর্মীয় শিক্ষক মাও. আয়ুব হোসেন, মাস্টার শুভংকার মজুমদার, অভিভাবক গোলাম সরোয়ার, মাস্টার আজিজুর রহমান, আ. সবুর, আ. রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, আ. সালাম, স্বপন সরকার, শফিকুল ইসলাম ও বদরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে উল্লাসিত। একই প্রতিষ্ঠানে ৩১ ডিসেম্বর ২০১৭’রোববার স্কুল চত্বরে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
’১৭ শিক্ষাবর্ষে স্কুলের ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণীর প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় ৭ম শ্রেণী থেকে ৮ম শ্রেণীতে উত্তীর্ণ আবু সাঈদ প্রথম স্থান অধিকার করায় স্কুলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা