বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রোমেল গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মঞ্জুর রোমেল (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার ভোরে রোমেল সিরাজগঞ্জ থেকে আটক হয়।

শুক্রবার (৯ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক সংলগ্ন সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় রোমেলকে।

শুক্রবার বিকাল ৪টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার হওয়া খালিদ মঞ্জুরুল রোমেল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাদাই বাদলা গ্রামের মৃত এমএ গোফরানের ছেলে ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের ভাগ্নে। রোমেলের পিতা এমএ গোফরান দীর্ঘদিন কলারোয়ায় সরকারি চাকরি করতেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই কলারোয়াতেই স্থায়ীরূপে বসবাস করতেন তারা। রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা পৈত্রিক নিবাস সিরাজগঞ্জে বসবাস শুরু করেন।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের মেজর সাফায়াত আহম্মদ সুমন পিএসসির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রোমেলকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তাকে সলঙ্গা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়া উপজেলার এক মুক্তিযোদ্ধার ধর্ষণের শিকার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে গাড়ির বহর নিয়ে শেখ হাসিনা যশোরে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলা সদরের বিএনপি অফিসের সামনে পৌঁছালে শেখ হাসিনার গাড়ি বহরটিকে লক্ষ্য করে হামলা চালায়। এসময় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ও কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলার খালিদ মঞ্জুরুল রোমেলরে নাম রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা