রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে শেষ হলো জন্মতিথি উৎসব

সাতক্ষীরার কলারোয়ায় শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর কেঁড়াগাছী জন্মভিটা আশ্রমে ধর্মীয় হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে শেষ হল ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মতিথি উৎসব।

শুক্রবার সন্ধ্যায় শেষ হয় ১৬প্রহর ব্যাপী এ উৎসব শেষ হয়।

বুধবার ও বৃহস্পতিবার রাতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদ ব্রহ্ম হরিদাস ঠাকুর আশ্রমে ছুটে আসেন মা শ্যামা (অষ্টসখী) সম্প্রদায়ের নামসংকীর্ত্তন উপভোগ করার জন্য।

মঙ্গলবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।

অনুষ্ঠানে অধিবাস কীর্ত্তন, নাম সংকীর্ত্তন, অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন হরিবাসর সম্প্রদায় পরিচনায় উত্তম পাল পরদিন ভোর হতে শুরু হয় নাম সংকীর্ত্তন নাম সংকীর্ত্তনে দেশের প্রখ্যাত ছয়টি কীর্ত্তন দল অংশ গ্রহন করেন।
দুই দিনের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে আশ্রমে ৩০ হাজারের বেশি ভক্ত সমাগম হয়। অনুষ্ঠানকে ঘিরে আশ্রমের চারদিকে বিভিন্ন রকমের আলোর রোশনাই সেজে ওঠে।

হরিদাস ঠাকুরের জন্মভূমি আশ্রম ও নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি ও আনছার বাহিনী অনুষ্ঠানের সারাক্ষণ দায়িত্ব পালন করেন নিশ্ছিদ্র নিরাপত্ত দিতে। বিজিবি সীমান্তের সোনায় নদীতে স্প্রিডবোর্ড দিয়ে টহল ও হ্যালোজিন লাইটের আলোয় সীমান্ত এলাকা আলোকিত করা হয়।

সুন্দর ও মনোরম আয়োজনে আশ্রমে আসা ভক্তরা মুগ্ধ হন বলে জানান। তবে তারা জানান দূর দুরান্ত থেকে এখানে আসার একটায় অসুবিধা হলো ভঙ্গুর রাস্তা।

রাস্তার প্রসঙ্গে স্থানীয়রা জানান কেঁড়াগাছির এ মন্দির থেকে গাঁড়াখালী মোড় হয়ে বালিয়াডাঙ্গা থেকে মুক্তিবাড়ি মোড় পর্যন্ত ৩ কিলোমিটার খুব খারাপ রাস্তা। আর রাস্তার কিছু জায়গা ভেঙ্গে পুকুরের ভিতরে পড়ে গেছে।’ স্থানীয়রা অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান।

এর আগে সোমবার (১১/১২/২০১৮) নামাচার্য্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে বিরতীহীনভাবে ১৬প্রহর ব্যাপী ধর্মীয় হরিনাম সংকীর্তনের আয়োজন করে হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদ।

সোমবার আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্ত্তক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্ল্যাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার ।

কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, ৫নং কেঁড়াগাছী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক ও শ্রীশ্রী হরিদাস ঠাকুর আশ্রম পরিচালনা পরিষদের অন্যতম উপদেষ্টা বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, বাবু ঘোষ, উজ্জ্বল দাস, নিখিল অধিকারী, কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার মিলন দত্ত, রবীন্দ্র নাথ ঘোষ, আনন্দ ঘোষ, অর্জুন পাল, অসিম পাল, প্রদীপ পাল, স্বপন পাল, নিত্যানন্দ ঘোষ, রামপ্রসাদ দাস, কিনা রাম।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা