মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় স্কুল ছাত্রী অপহরণের ১৫ দিন পর উদ্ধার

কলারোয়ায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া টুম্পা খাতুন নামে এক স্কুল ছাত্রী অপহরণের ১৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

সে উপজেলার লাঙ্গলঝাড়া সম্মেলিত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও লাঙ্গলঝাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

উদ্ধার হওয়া টুম্পার মা সাহিদা খাতুন জানান, তার মেয়েকে একই গ্রামের ইব্রাহিম মল্লিকের ছেলে আব্দুস সালাম (১৮) দীর্ঘ দিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি তার মেয়ে টুম্পা তাকে জানায়। এরপর তিনি ও তার স্বামী শহিদুল ইসলাম বিষয়টি লম্পট সালামের পিতা ইব্রাহিমকে জানায়। কিন্তু ইব্রাহিমসহ পরিবারের লোকজন বিষয়টি আমলে নেয়নি। এরই সুত্র ধরে গত ১০ অক্টোবর বিকালে তার মেয়ে প্রাইভেট পড়ে এসে বাড়ির সামনে দাড়িয়ে ছিল। এ সময় ওই লম্পট সালামসহ ৫/৬ জন সন্ত্রাসী তার মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে পালিয়ে যায়। এরপর প্রায় এক সপ্তাহ যাবৎ আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোন সন্ধান না পেয়ে গত ১৭ অক্টোবর তিনি বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২৬। এরপর থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম ভিকটিমকে উদ্ধারের জন্য কার্যক্রম শুরু করে। দীর্ঘ ১৫ দিনপর বুধবার সকালে তাকে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি সোনাই নদীর পাড় থেকে তাকে উদ্ধার করে।

অপহরের শিকার টুম্পার উদ্ধার হওয়ার বিষয়টি কলারোয়া থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা