রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় ’কিশোরী পুষ্টি’ বিষয়ক কর্মশালা ॥ পড়ুন আরো খবর…

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাকের আয়োজনে ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় ‘কিশোরী পুষ্টি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালা শেষে বিষয় ভিত্তিক জ্ঞানের প্রতিযোগীতায় শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের শ্রেণী কক্ষে ৯ম শ্রেণীর ৪০ জন ছাত্রীর উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার আজিজুর রহমান, প্রশিক্ষক ব্র্যাক(যশোর) সিনিয়র জেলা ব্যবস্থাপক মহিতোষ রায়, প্রোগ্রাম অর্গানাইজার প্রকাশ কুমার প্রমুখ।

সব শেষে বিষয় ভিত্তিক জ্ঞান মূলক প্রতিযোগীতায় উর্ত্তীর্ণ ৯ম শ্রেণীর সুমাইয়া আক্তার জুথি, সামিয়া খাতুন ও আকলিমা খাতুনকে ব্র্যাকের পক্ষ থেকে জ্যামিতি বক্স দিয়ে পুরস্কৃত করা হয়।

সিংগা হাইস্কুলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

কলারোয়ায় বি.এস.এইচ সিংগা মাধমিক বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭এপ্রিল) বেলা ২টার দিকে স্কুলের পার্শ্ববর্তী আ¤্রকাননে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ’র সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আক্তার, ৮ম শ্রেণীর ছাত্র শিহাবউদ্দীন প্রমুখ।

কৃষকদের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ

কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা-১ (তালা-কলারোয়ার) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এর আগে স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবিন্দ্র নাথ ঠাকুর,ভাইস প্রিন্সিপাল মইনুল হাসান, প্রভাষক আব্দুর রহিম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, পিপি আই মনিরুল হক, আব্দুল্লাহ আল মামুন, আবির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহসহ অতিথিবৃন্দ উপজেলার ৯শ’ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ বীজ ৫কেজি, ডিএপি সার ১কেজি ও এমওপি সার ১০কেজি সার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপসহকারী কৃষি অফিসার আলহাজ্ব শেখ আবুল হাসান।

কলারোয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
বুধবার  বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিবৃন্দ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত  আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, অধ্যক্ষ মাওলানা মুহাঃ আইয়ুব আলী, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক কামরুজ্জামান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার নওশের আলী।

বেত্রবতী হাইস্কুলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে  যথাযোগ্য মর্যাদায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

বুধবার  বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন শিক্ষকবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী শিক্ষক মশিউর রহমান, মাওলানা আব্দুদ দাইয়ান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, দেবাশীষ সরদার, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, সাথী মনি, নূরজাহান, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন  প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা