কলারোয়ায় সন্ধ্যার পরপরই রাস্তায় দড়ি টাঙ্গিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় ছিনতাইকারী আটক
কলারোয়ায় সন্ধ্যার পরপরই রাস্তায় দড়ি টাঙ্গিয়ে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল ছিনতাই করার সময় জনতার হাতে ধরা পড়লো এক ছিনতাইকারী।
১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যার পরপরই উপজেলার সিংগা-সোনাবাড়িয়া রোডের হুলহুলিয়া নতুন পাড়ার সন্নিকটে পাকা রাস্তার উপর এ লোমহর্ষক ঘটনা ঘটে।
এসময় নিশ্চিত ছিনতাইয়ের হাত থেকে রক্ষা পান মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা জেলা সমাজসেবা অফিসার সরদার মো. মিজানুর রহমান। তবে তিনি ছিনতাইকারীদের মারপিটে মারাত্মক আহত হয়েছেন।
ভূক্তভোগি সরদার মো. মিজানুর রহমান কলারোয়া নিউজকে জানান- ‘শনিবার মাগরিবের নামাজের একটু পড়ে তাঁর গ্রামের বাড়ি নাকিলা থেকে বাজাজ ডিসকভার মোটরসাইকেলযোগে সোনাবাড়িয়ার বারিকের মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় ওই স্থানে রাস্তার দু’ধারে চিকন শক্ত দড়িতে বাঁধা পেয়ে মোটরসাইকেল থামানোর সাথে সাথে দু’পাশ থেকে আনুমানিক ৪/৫জন ছিনতাইকারী আকষ্মিক তাকে টর্সলাইট দিয়ে মারপিট শুরু করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নেয়ার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ও রাস্তায় অন্য পথচারিরা চলে আসলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এসময় দক্ষিন বহুড়ার দিকে পালানোর সময় একজন ছিনতাইকারীকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। আটক ছিনতাইকারী নিজের নাম ‘নয়ন’ বলে জানিয়েছে। সে যশোর জেলার মনিরামপুর থানার খেদাপাড়া গ্রামের রাজুর ছেলে বলে স্থানীয়দের জানায়। এসময় তার সাথে থাকা বাজাজ সিটি ১০০ (Ct 100) মোটরসাইকেল (যশোর হ- ১৫-৩০৯৯) ছিল। তার সাথে থাকা অন্য ছিনতাইকারীরা এসময় পালিয়ে যায়।
খবর পেয়ে কলারোয়া থানার এসআই ইব্রাহিম খলিলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার হাতে আটক ছিনতাইকারীকে ও ছিনতাই-এর কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- আটক যুবক চিহ্নিত ছিনতাইকারী। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন