বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দাখিল পরীক্ষা কমিটি গঠন

কলারোয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন দিবস পালনের প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় ৪৭তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা, পুস্তক দিবস পালনে, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। একই সাথে সভায় দাখিল-২০১৮ইং পরীক্ষা কমিটি গঠন করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা অফিস ওই সভার আয়োজন করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস যথাযোগ্য পালনের জন্য নির্দেশনার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সকাল সাড়ে ৬টায় পুস্পস্তবক অর্পন করাসহ দিবসটি পালনের সর্ব সম্মতি সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, কলারোয়ায় জোন পর্যায়ে আগামি ২৬ ও ২৭ ডিসেম্বর এবং উপজেলা পর্বে আগামি ৩০ ও ৩১ ডিসেম্বর ৪৭তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামি ১ জানুয়ারী-২০১৮ইং সালে “জাতীয় বই দিবস” উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে ও নতুন বছরের ১ম দিন সকল ছাত্র-ছাত্রীর হাতে যাতে বই বিতরণ করা হয় সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে গুরুত্বারোপ আরোপ করতে বলা হয় সভায়। পাশাপাশি কেউ যাতে বাদ না পড়ে সে বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে যথাসময়ে প্রয়োজনীয় বই সংগ্রহ করার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সকল প্রতিষ্ঠান প্রধানকে আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আ. রব, প্যানেল মেয়র মনিরুজ্জামান বুলবুল, রুহুল আমিন, আকতার আসাদুজ্জামান চান্দু, শামসুল হক, হরিসাধন ঘোষ, এবাদুল হক, অধ্যক্ষ মাও.মুুজিবর রহমান, সুপার আবু ইউসুফ, মোনায়েম হোসেন, আ. সাত্তার, বজলুর রহমান, মকবুল হোসেন, নুরুল ইসলাম, রবিউল হক, আসাদুজ্জামান, শিক্ষক গোলাম রব্বানী, আ. মালেক, মনিরুজ্জামান, শাহাজাহান হোসেন, আ. গফুর, তজিবর রহমান, মো. সেলিম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভায় ক্রীড়া পরিচালনার জন্য মূল কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই প্রতিযোগীতায় অংশগহন বাধ্যতামুুলক- এই বিষয়ে জোর তাগিদ দেয়া হয়।

ক্রীড়া প্রতিযোগিতার জন্য উপজেলার চারটি জোন নিধার্রণ করা হয়েছে, সেগুলো হলো- কলারোয়া হাইস্কুল মাঠ, শ্রীরামপুর বিবিআরএনএস হাইস্কুল মাঠ, কয়লা হাইস্কুল মাঠ, কামারালী হাইস্কুল মাঠ।
পূর্বের খোর্দ্দ জোন বিভিন্ন স্কুলের অভিযোগের কারণে এবং সোনাবাড়িয়া হাইস্কুলে সংস্কার কাজের জন্য নতুন করে ওই স্কুল মাঠের জোন এবার স্থগিত করা হয়েছে।

কলারোয়া উপজেলায় দাখিল-২০১৮ ইং পরীক্ষা কমিটি গঠন
আগামি ১ ফ্রেরুয়ারী-২০১৮ইং সাল থেকে শুরু হতে যাওয়া ‘দাখিল পরীক্ষা’ গ্রহনের লক্ষ্যে কমিটি গঠন করা হয়।
দাখিল পরীক্ষা পরীক্ষা কমিটি ২০১৮
সভাপাতি: মনিরা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার,
সদস্য সচিব : মাও. বজলুর রহমান,
সদস্য : উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সুপার- বোয়ালিয়া দাখিল মাদ্রাসা, সুপার- দেয়াড়া দাখিল মাদ্রাসা, সুপার- সিংহলাল দাখিল মাদ্রাসা, সুপার- কুশোডাংগা ইবিডি দাখিল মাদ্রাসা, সুপার- জিআর দাখিল মাদ্রাসা, সুপার- ইসলামপুর দাখিল মাদ্রাসা।
দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা বলে উপজেলা নির্বাহী অফিসার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া পরীক্ষা অর্থ উপ কমিটি গঠন করা হয় :
সুপার মোনায়েম হোসেন- আহবায়ক ও শিক্ষক শেখ শাহাজাহান আলী (শাহিন), এসএম শাহাজাহান কবীরকে সদস্য করে অর্থ উপ-কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা