বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মধ্য রাতে জামায়ত-শিবিরের গোপন বৈঠক

কলারোয়ায় শিবির নেতা ও সাবেক মেম্বরসহ ৯ ব্যক্তি আটক

কলারোয়ায় শিবির নেতা এবং সাবেক ইউপি সদস্যসহ ৯ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। উপজেলার সিংগা হাইস্কুলের পিছন এলাকায় অভিযান চালিয়ে বৃহষ্পতিবার গভীর রাতে (বুধবার দিবাগত রাত) তাদের আটক করা হয়। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মধ্যরাতে জামায়াত-শিবিরের গোপন বৈঠককালে জামায়াত-শিবির নেতাকর্মীদের আটকের এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে জামায়াত নেতা-কর্মী ছাড়াও কলারোয়া পৌর শিবিরের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য রয়েছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেব নাথ তাদের আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটক শিবিরের সাবেক পৌর সভাপতি ফিরোজ আহম্মেদ (২৫) কেঁড়াগাছি গ্রামের কুতুব উদ্দীন খাঁর পুত্র।
কেঁড়াগাছির সাবেক ইউপি সদস্য এস এম তৌহিদুজ্জামান তৌহিদ (৪৫)কেও পুলিশ আটক করেছে। সে ওই গ্রামের মৃত ওয়াজেদ সরদারের পুত্র।
এছাড়া, উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত নুর আলীর ছেলে আতিয়ার রহমান (৫৫), বাকসা গ্রামের মৃত সোলায়মানের ছেলে রফিকুল ইসলাম (৫৫), দক্ষিণ দিগং গ্রামের রাজাউল্লাহ ছেলে ওহাব আলী মোড়ল (৪২), জয়নগর গ্রামের আছিরউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(৪৫), গাজনা গ্রামের ইমাম আলী সানার ছেলে মফিজুল ইসলাম (৩৫), ক্ষেত্রপাড়া গ্রামের আ. কাদের গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান গাজী (৪০), গাজনা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে দাউদ আলী (৫০)কে পুলিশ আটক করেছে।

আটকৃত ব্যক্তিরা গভীর রাতে উপজেলার সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে বসে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে সরকার বিরোধী ষড়যন্ত্র করছিলো। এ খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই ৯ ব্যক্তিকে আটক করে।

এ সময় সেখান থেকে পুলিশ বোমা তৈরীর জন্য রাখা লোহার তৈরী- ৭টি জালের কাটি, ৪টি জর্দার কৌটা, ২০টি রেয়ারিং বল, ১০টি বাশের লাঠি ও জামায়াতের সদস্য ফরম বই উদ্ধার করে।

এ ঘটনায় কলারোয়া থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ৯ জনকে গ্রেফতার দেখিয়ে ৩২ জনের নামে একটি এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে।

ওই মামলায় আরো ৫০/৬০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্র জানায়- আটক কেঁড়াগাছি ইউপির সাবেক মেম্বর তৌহিদ ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বলে জানা গেছে, তবে বছর দুয়েক আগে সে আ.লীগ রাজনীতির সাথে ওৎপ্রোতভাবে জড়িত বলে স্থানীয়রা জানান। আর উপজেলার গাজনা এলাকাটি জামায়াত-শিবিরের আখড়াস্থান বলে পরিচিত। সেখানকার জামায়াত-শিবিরিরা বিগত দিনের নাশকতার সাথে প্রকাশ্য সম্পৃক্ত ছিল।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা