বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় যাত্রিবাহী বাস উল্টে শিশু নিহত, আহত ২০

আত্মিয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যেতে গিয়ে লাশ হতে হলো এক শিশুকে।
কলারোয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে রাজেশ নামের ওই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে উপজেলা নির্বাচন অফিসারসহ ১৫/২০ জন যাত্রী।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাজেশ (১০) যশোরের শার্শা উপজেলার উলশী এলাকার ধলদা-রামপুর গ্রামের বিষ্ণুপদ মন্ডরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান- সকালে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০৪৭৫) কলারোয়ার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় রাজেশ নামে ওই শিশু ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও ১৫/২০ জন যাত্রী। এর মধ্যে কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে কলারোয়া হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ বিষয়টি নিশ্চিত করে জানান- নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান- কলারোয়া উপজেলার কাজিরহাটের সন্নিকটে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার টার্নিং-এ এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে স্কুলের বাউন্ডারী সংলগ্ন গাছের দিকে চলে যায় এবং বাসের পিছনের অংশ গাছের সাথে আঘাত লেগে আবার বামে গিয়ে রাস্তার নিচে হাটু সমান পানিতে উল্টে যায়। নিহত রাকেশ (১০) মা ও বোনের সাথে সিটের ডান পাশে জানালার গায়ে হেলান দিয়ে বসা ছিল। গাছের আঘাতে সে মাথায় মারাত্মক আঘাত পায়। মাথা হতে মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

দূর্ঘটনার পর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ঘটনাকবলিত বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

আহত যাত্রীরা জানান- ঘাতক বাসটি খুব দ্রুত গতিতে ছিল।

নিহত রাজেশের মা প্রভাতী ও দাদী একাদশী জানান- তারা সাতক্ষীরার ভাড়ুখালীতে তাদের এক আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

খবর পেয়ে কলারোয়া থানার এস.আই সোলায়মান ফোর্স নিয়ে উপস্থিত হয়ে নিহত শিশুর লাশটি উদ্ধার করে।

এদিকে, সন্ধ্যা রাত ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দূ্ঘটনা স্থান দিয়ে যানবাহন বন্ধ থাকায় বিকল্প রাস্তা দিয়ে কলারোয়া থেকে সোনাবাড়িয়া হয়ে কাজীরহাট-বাগআঁচড়া রুটে যানবাহন চলাচল করতে দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা