বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় মেয়ে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

কলারোয়ায় কন্যা হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক হতভাগ্য পিতা।

শনিবার সকাল ১০ টার দিকে কলারোয়া রিপোটার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্বাসউদ্দিন। তিনি তার মেয়ে আমেনা খাতুন (১৮)এর হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানান ওই সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বলেন, আমার মেয়ের মৃত্যুর তিন মাস আগে আমার মেয়েকে গোয়ারপাড়া গ্রামের ওমর আলীর সাথে হয়। বিয়ের পর থেকে আমার মেয়েকে তারা যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন চালাত। গত ৬ জানুয়ারী ২০১৬ইং তারিখে রাত ৮ টার সময় আমার মেয়ের শশুর (বেহাই) দীন মোহাম্মদ আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর পাঠয়।
আমরা খোঁজ খবর নিয়ে দেখি তাদের সহযোগীতায় আমার মেয়েকে তারা হত্যা করে লাশ গুম করে ফেলেছে। অনেক খোঁজা খুজির পর ১০ জানুূয়ারী জানতে পারি ইছামতি নদীতে একটি লাশ পড়ে আছে। পরে আমরা সেখানে যেয়ে লাশ সনাক্ত করি। এর পর আমার জামাই ও জামাই এর পিতা মাতা সহ ৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করি। কিন্তুু দীর্ঘ দিন হয়ে গেলেও এই মামলার উল্লেখযোগ্য কোন অগ্রগতি আমরা লক্ষ করতে পারেনি। আমরা সাংবাদিকদের মাধ্যমে আসামীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।

প্রকৃত খুনিদের গ্রেপ্তার করার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপও কামনা করছি।

তিনি লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমার মেয়ের হত্যাকারীদের নামে মামলা করায় আমাকে এবং আমার পরিবারের লোকজনদেরকে মোবাইলে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করা হচ্ছে যদি আমি মামলা না তুলেনি তাহলে আমার পরিনতি ও আমার মেয়ের মত হবে।
আমি আমার মেয়ের হত্যা কারীদের ফাঁসি চাই।

প্রসঙ্গত; গত ১০ জানুয়ারী কলারোয়া সীমান্তের ইছামতি নদী থেকে আমেনা খাতুন (১৮) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্বাসউদ্দিনের মেয়ে। নিহতের পিতা মেয়ের হত্যাকারীদের বিচার দাবি করে এ সংবাদ সম্মেলন করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা