বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপিত

‘কলারোয়ায় মাদক-জঙ্গী-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহবান’

কলারোয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন- ‘কলারোয়া জঙ্গী, মাদক ও সন্ত্রাসের কোন স্থান নেই। সমাজে শান্তি প্রতিষ্ঠায় পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা কাজ করে যাচ্ছেন।’

‘জঙ্গী-মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে’ এই প্রতিপাদ্যে শনিবার সকালে দিবসটি পালন করা হয়। থানা চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভা। এর আগে পুলিশ-জনতার সমন্বয়ে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালী কলারোয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ।

ওসি বিপ্লব দেব নাথ বলেন- ‘১৯৯২ সালে প্রথমে একটি জেলায় শুরু পুলিশিং ফোরামের কাজ। পরবর্তীতে ২০০০ সাল থেকে সারাদেশ ব্যাপী চালু হয় তাদের কার্যক্রম। এই কমিটি পুলিশের সাথে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। যে সংগঠনটি সম্পূর্ন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। যার মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তিত করতে সকলকে এক কাজ করতে হবে।’

ওসি বিপ্লব দেব নাথ আহবান জানান -‘আসুন সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।’

‘পুলিশ জনগণের বন্ধু, অপরাধীদের দুশমন’- স্লোগানে মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে জনসচেতনতা মূলক ওই অনুষ্ঠানের আয়োজন করে কলারোয়া থানা পুলিশ প্রশাসন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- ‘ষড়যন্ত্র ছাড়া বিএনপির কোনো কর্মসূচী নেই। ২০১৩ সালে বিএনপি-জামায়াত দেশে গণতন্ত্রের নামে চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। রাতের আঁধারে রাস্তা কেটে, সরকারি গাছ কেটে নাশকতা সৃষ্টি ও মানুষকে কুপিয়ে মেরেছে তাদেরকে পুলিশ আটক করে বিচারের মুখোমুখী দাঁড় করেছেন।’

থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও অধ্যাপক ইউনুস আলী খাঁন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম মুনছুর আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, আফজাল হোসেন হাবিল, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শামসুদ্দিন আল মাসুদ বাবু, শেখ ইমরান হোসেন, এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, মাহবুবুর রহমান মফে, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, দপ্তর ও প্রচার সম্পাদক সুজাউল হক, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, নির্বাহী সদস্য আব্দুর রহমান (সংবাদ), সাংবাদিক রাজিবুল ইসলাম রাজিব, রুহুল আমীন, শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ।

উপস্থিত সকলে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সন্ধ্যায় থানা চত্বরে স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা