রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে স্কাই স্পোর্টস চ্যাম্পিয়ন

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরার এরিয়ানস ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্কাই স্পোর্টস।

৩মার্চ শনিবার স্থানীয় পাইলট হাইস্কুল ফুটবল মাঠে সকাল ১০টায় ডিউজ বলের ফাইনাল খেলায় শিরোপা নির্ধারণী ম্যচে টসে জিতে স্কাই স্পোর্টস প্রতিপক্ষ এরিয়ানস ক্লাবকে ব্যাটিং-এ আমন্ত্রণ জানায়।

নির্ধারিত ২০ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান করে এরিয়ানস ক্লাব। দলের পক্ষে ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন মহসিন। তিনি অপরাজিত ৫৬রান করেন মাত্র ২২বল খেলে। আর হৃদয় করেন ২৫বলে ৪৭ রান। স্কাই স্পোর্টসের বোলার সাঈদ, মনোয়ার ও নিলয় ২টি উইকেট শিকার করেন।

জবাবে ২২১রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭দশমিক ৫বলে ৬উইকেট হারিয়ে টার্গেট ছাড়িয়ে ২২৩রান করে স্কাই স্পোর্টস। ফলে প্রতিপক্ষকে ৪উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ৮ম আসরের শিরোপা ও ২৫হাজার টাকার প্রাইজমানি দখলে নেয় স্কাই স্পোর্টস। দলের পক্ষে ব্যাটসম্যান রাসেল ২৩বলে ৬২রান, আশিক মাত্র ১৭বলে অপরাজিত ৬৮রান করেন। আশিকের ঝড়ো ইনিংসে ৯টি ছক্কা আর ২টি চার দর্শকদের বিমোহিত করে। এরিয়ানসের বোলার শামীম ৪টি ও লিটু ২টি উইকেট নিজেদের ঝুলিতে নেন।

ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের ব্যাটসম্যান আশিক। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাঈদ। টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহ করে পুরষ্কার পান রানার্সআপ দলের হৃদয়, তিনি করেছেন ১৬৪রান। আর চ্যাম্পিয়ন দলের বোলার তাপস ৮টি উইকেট শিকার করে টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের খাতায় নাম লেখান।

ট্রফি ও প্রাইজমানি গ্রহণ করছেন রানার্সআপ দলের অধিনায়ক।

ফাইনাল ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাস্টার মাসউদ পারভেজ মিলন। ৩য় আম্পায়ার ছিলেন সাজু হালদার। অফিসিয়াল স্কোরারের দায়িত্বে ছিলেন মজুমদার লিটন। ম্যাচ রেফারি ছিলেন রেজাউল করিম লাভলু। যথারীতি ধারাবর্ণানায় ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।
মাঠের পিচ কিউরেটর ছিলেন তুলশীডাঙ্গা ক্রিকেট ক্লাবের বাবলু ও বাপ্পি। মাঠের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তুলশীডাঙ্গা ক্রিকেট ক্লাবের ক্ষুদে ক্রিকেটাররা।

টুর্নামেন্ট জুড়ে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার (পোর্টাল) কলারোয়া নিউজ

এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নের তাঁর প্রয়াত পিতা বজলুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে কলারোয়া পাবলিক ইন্সটিটিউট, এমআর ফাউন্ডেশন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছে।

ফাইনাল ম্যাচ শেষে শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ২৫হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫হাজার টাকা প্রাইজমানি হিসেবে প্রদান করা হয়। আর কৃতি খেলোয়াররা ব্যক্তিগত পুরষ্কারে ভূষিত হন।

ম্যান অব দ্যা সিরিজ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাঈদ।

পুরষ্কার বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের প্রতিনিধি কলারোয়া এমআর ফাউন্ডেশন একাডেমির প্রধান শিক্ষক আবুল হোসেন ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

ম্যান অব দ্যা ফাইনাল চ্যাম্পিয়ন দলের আশিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির সহ.সভাপতি ও কপাই সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন সাহা, শেখ শহীদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক শফিউল আজম শেলি, কলারোয়া নিউজ’র সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, মিনিস্টার মাইওয়ানের ডিভিশনাল ম্যানেজার কাজল রায়হান, ক্রীড়া সংগঠক রমজান আহম্মেদ, কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সাংবাদিক জাকির হোসেন, বাবলু রহমান, কলারোয়া থানার এসআই জাহাঙ্গীর প্রমুখ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ও মিডিয়া পার্টনার কলারোয়া নিউজ’র বার্তা সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহীন।

উল্লেখ্য, কলারোয়া উপজেলায় ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা বাস্তবায়নের মাধ্যমে ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে এমআর ফাউন্ডেশন। বিশেষ করে বজলুর রহমান স্মৃতি ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট প্রতিবছর কলারোয়ার ক্রীড়ামোদি মানুষকে বিমোহিত করে চলেছে।

 

মিডিয়া পার্টনার হিসেবে শুভেচ্ছা উপহার গ্রহণ করছেন কলারোয়া নিউজ’র সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ।

বক্তব্য রাখছেন এমআর ফাউন্ডেশন একাডেমির প্রধান শিক্ষক আবুল হোসেন।

 

 

 

খেলার একটি দৃশ্য।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!